সারা বছর পাঠ্যবই পড়ার পাশাপাশি বাজার চলতি যে কোনও সহায়িকা এবং টেস্ট পেপার অনুসরণ করে পরীক্ষা প্রস্তুতি নিলেই ভাল নাম্বার পাওয়া যেতে পারে
বিশেষ করে গত বছরের প্রশ্নপত্র ফলো করতে হবে। সেই সমস্ত প্রশ্ন বাদ দিয়ে পরীক্ষা প্রস্তুতি প্রয়োজন।তবে অনেক ক্ষেত্রে গত বছরের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে।
নাটকের ক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসবে। প্রবন্ধ ‘ বাংলা ভাষার বিজ্ঞান ‘ বা ‘হারিয়ে যাওয়া কালি কলম ‘এর যে কোনও মনযোগ দিয়ে পড়তে হবে।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার দিনে শহরের একাধিক রুটে যান নিয়ন্ত্রণ! জারি গাইডলাইন
প্রবন্ধের ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত রচনা। বিশেষ করে ২০২৩ সালে মহাকাশ গবেষণায় অভূতপূর্ব সাফল্য এসেছে। ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে ভাবনা-চিন্তা থাকা দরকার।এর উপর রচনা আসতে পারে।
তিন নম্বরের প্রশ্নের উত্তরে ৬০ থেকে ৭০ টা শব্দ লেখার কথা বলা হয়।
ভাল নাম্বারের ক্ষেত্রে সঠিক বানান বোধ থাকা খুব দরকার।
বর্তমান সময়ে বাংলাতে ১০০ এর মধ্যে ১০০ পাওয়া যেতে পারে। ঠিক মত লিখলে ১ নম্বরও কাটার জায়গা থাকে না। বলেই জানিয়েছেন শিক্ষক মহাশয়।
পরীক্ষার খাতা দেখার সময় ছাত্র-ছাত্রীদের যে বড় ভুল লক্ষ্য করা যায়। ছোট প্রশ্নর সংখ্যা এখন বেশি। কোনও ছাত্র প্রথমে নিজে সঠিক উত্তরে টিক চিহ্ন করেছিল। কিন্তু পরবর্তী সময় হল ম্যানেজ করতে গিয়ে নিজের জানা প্রশ্ন হয়তো কেটে ভুল উত্তরে টিক করতে দেখা গেছে। তাই নিজের উপর আত্মবিশ্বাস রাখা জরুরি।
রাকেশ মাইতি