Madhyamik Exam: মাধ‍্যমিক পরীক্ষার দিনে শহরের একাধিক রুটে যান নিয়ন্ত্রণ! জারি গাইডলাইন

Last Updated:

পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের যাতে রাস্তায় ট্র‍্যাফিক জ‍্যামে পড়তে না হয়, তাই রাস্তায় যানচলাচলে বিধিনিষেধ জারি করছে কলকাতা পুলি়শ।

মাধ‍্যমিক পরীক্ষার দিনে শহরের একাধিক রুটে যান নিয়ন্ত্রণ! জারি গাইডলাইন
মাধ‍্যমিক পরীক্ষার দিনে শহরের একাধিক রুটে যান নিয়ন্ত্রণ! জারি গাইডলাইন
কলকাতা: মাধ‍্যমিক পরীক্ষা শুরু হতে মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৪ সালের মাধ‍্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের যাতে রাস্তায় ট্র‍্যাফিক জ‍্যামে পড়তে না হয়, তাই রাস্তায় যানচলাচলে বিধিনিষেধ জারি করছে কলকাতা পুলি়শ।
কলকাতা পুলিশের জারি করা নির্দেশ অনুযায়ী, পরীক্ষার দিনগুলিতে যান চলাচলে থাকবে নিয়ন্ত্রণ। নির্দেশিকা অনুযায়ী, ০২.০২.২০২৪( শুক্রবার), ০৩.০২.২০২৪, ০৫.০২.২০২৪, ০৬.০২.২০২৪, ০৮.০২.২০২৪, ০৯.০২.২০২৪, ১০.০২.২০২৪, এবং ১২.০২.২০২৪ তারিখে নিয়ন্ত্রণ থাকবে যান চলাচলে।
advertisement
advertisement
জানা গিয়েছে, সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সমস্ত পন‍্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে। যদিও জরুরি পরিষেবা যেমন, এলপিজি গ‍্যাস সিলিন্ডার, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, মাছ, ফল, ইত‍্যাদি পরিবহনে সকাল ৮টা পর্যন্ত কোনও বাধা থাকবে না।
এছাড়াও যাত্রীবাহী গাড়িগুলিরও দিক পরিবর্তন করা হতে পারে। যাত্রীবাহী গাড়িও প্রয়োজনে নিয়ন্ত্রণ থাকতে পারে। ট্র‍্যাফিকের সাধারণ নিয়মের সঙ্গেই এই নতুন নিয়মগুলি যোগ করা হবে। মাধ‍্যমিক পরীক্ষা দিতে দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস‍্যা না হয়, তাই এই ব‍্যবস্থা।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Exam: মাধ‍্যমিক পরীক্ষার দিনে শহরের একাধিক রুটে যান নিয়ন্ত্রণ! জারি গাইডলাইন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement