মাধ্যমিক পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন (সিন)-এ ১২ নম্বর প্রোস থেকে এবং ৮ নম্বর পোয়েম থেকে আসে। প্রথম ১২ নম্বর প্রোস থেকে তুলতে গেলে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল সহজ সরল ভাষায় উত্তর লিখতে হবে। খুব কঠিন ভাষায় উত্তর লিখলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই ১২ নম্বরে মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কমপ্লিট দা ফলোইং এবং ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন থাকে।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক
আরও পড়ুন: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা, ভূগোলে ফুল মার্কস পেতে রইল বিশিষ্ট শিক্ষকের টিপস
অন্যান্য সাবজেক্টের মতো ইংরেজিতে শর্ট কোয়েশ্চেনে কোনও অপশন থাকে না। ট্রু ফলস কোয়েশ্চেনগুলোর উত্তর লিখতে গেলে প্রথমে বাক্যটি পড়ে ট্রু ফলস লিখতে হবে এবং তার সঙ্গে একটা সাপোর্টিং বাক্য দিতে হবে। কমপ্লিট দা ফলোইং সেন্টেন্স-এর ক্ষেত্রে টেন্স খেয়াল রেখে উত্তর দিতে হবে। বাকি যে ৮ নম্বরের অংশটি কবিতা থেকে আসে সেখানে মূলত দুই নম্বরের প্রশ্ন থাকে। ছোট ছোট বাক্যে টু দি পয়েন্ট উত্তর লিখলেই কিন্তু পূর্ণ নম্বর উঠে আসবে।
বিশেষ দ্রষ্টব্য
১) রিডিং কম্প্রিহেনসন (সিন) এ মোট ২০ নম্বর থাকে।
২) ১২ নম্বর প্রোস থেকে ৮ পোয়েম থেকে
৩) ১২ নম্বরে মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কমপ্লিট দা ফলোইং এবং ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন থাকে
৪)সহজ সরল ভাষায় উত্তর লিখতে হবে।
নীলাঞ্জন ব্যানার্জি