মাধ্যমিক পরীক্ষার আমরা পৌঁছে গিয়েছিলাম বাংলার শিক্ষক সৌমিত্র বাবুর কাছে এবং তিনি শেষ মুহূর্তে ছাত্র-ছাত্রীদের কিছু সাজেশন দিলেন। তিনি এই বিষয়ে যা যা বললেন, এক নজরে তা হল।
তিনি প্রথমেই বলেন প্রথম দিন বাংলা পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় ছাত্রছাত্রীরা একটা টেনশন ভোগে, তাই ভয় করলে চলবে না। নিজের মতো করে পরীক্ষা দেবে। তিনি বলেন, শেষ সময়ে পড়াশোনাটা কীভাবে করবে? সময়ের সঙ্গে দৌড়তে হবে। যেগুলো আগে পড়েছ, সেগুলো আগে পড়বে। যে উত্তরগুলো তৈরি করেছিলে, সেগুলো বিভিন্ন টেস্ট পেপার থেকে অধ্যায় গুলো খুলে আবার পড়বে।
advertisement
আরও পড়ুন: দেশেই রয়েছে বিশ্বের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম, খড়গপুর নয় কিন্তু! নাম জানলে চমকে যাবেন
আর আলাদা করে বলব, মাধ্যমিকে ব্যাকরণ থেকে দশটা করে যে মেন মেন টেস্ট পেপার অধ্যায় আছে, সেগুলো থেকে তোমরা ভাল করে পড়ে এগিয়ে যাও। রচনার মধ্যে বিজ্ঞান বিষয়ক রচনা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার আবহাওয়ায় বড় বদল আসছে! শীতের ছুটি?
তিনি একটা কথা বারবার বলেন ছাত্র-ছাত্রীদের জন্য, পরীক্ষা সেন্টারে কেউ টেনশন করবে না। যদি কোনো সমস্যা হয়, পরীক্ষা সেন্টারে শিক্ষকের কাছ থেকে জেনে নেবে। বাংলা পরীক্ষা অর্থাৎ প্রথম দিন, তাই একটু আগে পৌঁছানোর জন্য ছাত্রছাত্রীদেরকে আবেদন করেন তিনি। পরিশেষে বলেন, সকলের পরীক্ষা ভাল হোক, ভাল রেজাল্ট করুক সকলেই।