সিন এবং আনসিনে নম্বর তোলা
শিক্ষক আলোক জাটি জানান, যে সমস্ত ছাত্র ছাত্রী ইংরেজি ভয় পায়, যারা রাইটিংয়ে তুলনামূলক দুর্বল। তাদের সিন এবং আনসিন-এ নম্বর তুলে নিতে হবে। ইংরেজিতে ভাল নম্বর পেতে হলে গত বছরের প্রশ্ন ফলো করা এবং বিভিন্ন কোশ্চেন পেপার গুলোকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। একই সঙ্গে খুব ভাল করে টেক্সট বই পড়তে হবে। একই সঙ্গে যারা ইংরেজিতে দক্ষ। তারা সিন, আনসিনে ভাল ফল করবে আশা করা যায়।
advertisement
আনসিন খুঁটিয়ে পড়া
যারা এই বিষয়ে দক্ষ, সেই ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেও দেখা যায় আনসিনে ভোকাবুলারিতে দু’নম্বরের চারটি উত্তর সবগুলি ঠিক দিতে পারেনা। সে ক্ষেত্রে নম্বর কাটা যায়। তাই আনসিন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আনসিনের মধ্যে কিছু অজানা বা কঠিন শব্দ থাকতে পারে। পুরো সেনটেন্সটা পড়ে অজানা শব্দের মানে উদ্ধার করার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে, ওই অজনান শব্দগুলো থেকেই ভোকাভুলারির সূত্র বার হতে পারে।
রাইটিং
রাইটিংয়ে এ বার রিপোর্ট রাইটিং খুব গুুত্বপূর্ণ। যেমন বালাসোরে ট্রেন দুর্ঘটনা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এছাড়াও যে কোনও ন্যাশনাল ডিজাস্টার আসতে পারে। একইসঙ্গে নোটিস রাইটিং গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং ও প্রসেস রাইটিং বা প্রিপারেশন। প্রিপারেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্যানিটাইজার মেকিং। মাস্ক মেকিং , স্কুল ম্যাগাজিন খুব গুুত্বপূর্ণ। নোটিশ রাইটিং এর ক্ষেত্রে নির্দিষ্ট পয়েন্ট, হেডিং, ইন্ট্রোডাকশন, কন্টেন্ট, ভোকাভুলারি ফরম্যাট এবং নির্দিষ্ট তথ্য দেওয়া গেলেই ভাল নম্বর পাওয়া যাবে।
আরও পড়ুন: দিনরাত শুধু পড়লেই হবে না! মাধ্যমিকে ভাল নম্বর এনে দেবে এই কায়দাগুলি, রইল তালিকা
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে ১০০-তে ১০০ চাই? রইল শেষ মুহূর্তের সহজ টিপস, মানলেই সাফল্য
পয়েন্ট আকারে নিখুঁত প্রশ্নের উত্তর লেখাতে ১০ এ ১০ পাওয়া যেতে পারে।খুব সাধারণ ভাবে যে সমস্ত ভুল বেশি চোখে পড়ে, তা হল রাইটিংয়ের ক্ষেত্রে ফরম্যাট এ ভুল। সিন আনসিন প্যাসেজে টেনস গুলো সঠিক থাকে না। অনেক সময় সরাসরি সিন বা আনসিন প্যাসেজ থেকে উত্তর লিখে দেওয়া, একেবারেই উচিত নয়।
রাকেশ মাইতি