Madhyamik 2024 Suggestion: দিনরাত শুধু পড়লেই হবে না! মাধ্যমিকে ভাল নম্বর এনে দেবে এই কায়দাগুলি, রইল তালিকা
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
Last Updated:
Madhyamik 2024 Suggestion: পরীক্ষায় ভালো ফল করার জন্য পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি বিশেষ টিপস দিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ।
পূর্ব বর্ধমান: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। তার আগে বাকি আর মাত্র কয়েকটা দিন। মাধ্যমিক ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা। প্রত্যেক পড়ুয়াই চায় মাধ্যমিকে ভাল ফলাফল করতে। তাই সারা বছর তার জন্য চলে প্রস্তুতিও। ভাল ভাবে পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি এই প্রতিবেদনে রইল কিছু বিশেষ কৌশল। পরীক্ষায় ভালো ফল করার জন্য পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি বিশেষ টিপস দিলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ কর্মকার। দেখে নিন কি সেই বিশেষ কৌশল।
খাতার পরিচ্ছনতা
ডক্টর পার্থ কর্মকার জানান,পড়ুয়াদের খাতা খুব পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে এবং প্রশ্নের উত্তর ভালোভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে। একটা বিষয় সম্পর্কে পড়ে, জেনে সেই প্রশ্নের উত্তর যথাযথ ভাবে উপস্থাপন করতে হবে পড়ুয়াদের ।
advertisement
ঠিক কলম ব্যবহার, প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি
পরীক্ষায় যে পেন ব্যবহার করা হবে পড়ুয়াদের আগে থেকে, সেই পেন ঠিক করে রাখা দরকার। দামি পেন ব্যবহার না করে, যে পেন পড়ুয়াদের ধরতে সুবিধা হয়, ভাল ভাবে লেখা হয়,পরীক্ষার সময় পড়ুয়াদের সেই পেন ব্যবহার করাই উচিত।
advertisement
এমসিকিউ এবং শর্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পড়ুয়াদের বইয়ের সমস্ত বিষয় খুঁটিয়ে পড়তে হবে। মলাট থেকে মলাটের শেষ পর্যন্ত পড়াই সব থেকে শ্রেয়। পরীক্ষার খাতায় পড়ুয়াদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে লিখতে হবে। কোনও বিষয় যদি কাটার থাকে তা হলে শুধুমাত্র এক লাইনে সেই বিষয় কেটে আবার নতুন করে লিখতে হবে। খাতার মধ্যে বেশি কাটাকাটি করলে খাতা ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পড়ুয়াদের নীল এবং কালো কালির পেন ব্যবহার করা শ্রেয়। কারণ, লাল এবং সবুজ কালীর পেন যাঁরা খাতা দেখেন , স্ক্রুটিনি করেন তাঁরা ব্যবহার করে থাকেন ।
advertisement
কীওয়ার্ড
প্রশ্নের উত্তরের মধ্যে অনেক কীওয়ার্ড থাকে। যেগুলো কীওয়ার্ড অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দ সেগুলিকে আন্ডারলাইন করতে হবে । প্যারাগ্রাফ ভাগ করে প্রশ্নের উত্তর লিখতে হবে । ঠাকুর মশাই দক্ষিণা অনুযায়ী পুজো করেন অর্থাৎ যত নম্বরের প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর ঠিক ততটুকুই লিখতে হবে। অতিরিক্ত লেখার কোনও প্রয়োজন নেই । চার নম্বর প্রশ্নের জন্য নির্দিষ্ট শব্দে লিখতে হবে এবং দু’নম্বর প্রশ্নের জন্য নির্দিষ্ট শব্দের মধ্যে লেখা শ্রেয়।
advertisement
আরও পড়ুন: শেষ মুহূর্তে গুলিয়ে যাচ্ছে সব? রইল মাধ্যমিকে ইতিহাসে দারুণ নম্বর পাওয়ার সহজ উপায়, দেখে নিন
এ ছাড়া সর্বশেষ সাজেশন, মাধ্যমিক বোর্ডের যে টেস্ট পেপার বেরিয়েছে , যেখানে ব্লুপ্রিন্ট অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন গুলিআসে , সেই ব্লু প্রিন্ট দেখে পড়ুয়াদের পরীক্ষা দিতে যাওয়া সবথেকে ভাল। ব্লু প্রিন্ট অর্থাৎ কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, তা ওই বইয়ের মধ্যে দেওয়া থাকে। এই কয়েকটি বিষয় মাথায় রেখে পরীক্ষা দিলেই ভাল ফলাফল করা সম্ভব।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 5:01 PM IST