তিনি জানান, বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষার্থী ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে একটি ভীতির মধ্যে থাকে। তবে এই বিষয়টি নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই। অন্যান্য বিষয়ের থেকে বিষয়ে নম্বর তোলা অনেকটাই সহজ। সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই সম্পূর্ণ নম্বর পেতে পারে ছাত্র-ছাত্রীরা। টেস্ট পেপারের ভৌত বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি পেজ কভার করতে হবে সম্পূর্ন ভাবে। যাতে কোনও অংশ বাকি না থাকে। তা হলেই অনেকটা সহজ হবে পরীক্ষার হলে বসে সমস্ত প্রশ্নের উত্তর করা ছাত্র-ছাত্রীদের জন্য।
advertisement
১) পরীক্ষার ঢোকার আগে করণীয়: মূলত পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে নিজের মনকে একেবারে শান্ত করে ঢুকতে হবে। যাতে সম্পূর্ন পরীক্ষা ভাল মতন দেওয়া সম্ভব হয়।
২) প্রথম ১৫ মিনিটের কাজ: পরীক্ষা শুরুর আগের প্রথম ১৫ মিনিট ভাল মতন করে প্রশ্ন পত্র পড়তে হবে। যাতে সহজ প্রশ্ন গুলিকে এবং তুলনা মূলক কঠিন বিষয় গুলি শনাক্ত করা যায়।
৩) জানা বিষয় আগে করা: পরীক্ষায় খাতায় সবসময় জানা বিষয় গুলি আগে করতে হয়। অজানা বিষয় গুলি পড়ে। তাহলে উত্তরপত্রের শুরুতেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এবং খাতার মান সঠিক থাকে।
৪) মানসিক প্রস্তুতি নিতে হবে: বোর্ড এর প্রথম পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা। তাই সেই কারণে ছাত্র-ছাত্রীদের ভীতির কথা মাথায় রেখে খুব একটা বেশি কঠিন প্রশ্ন করা হয় না। তাই ছাত্র-ছাত্রীদের অযথা ভয় পাওয়ার কিছুই নেই।
আরও পড়ুন: মাধ্যমিকে ভূগোলে বেশি নম্বর পাওয়া কঠিন নয় মোটেও! রইল লাস্ট মিনিট সাজেশন
আরও পড়ুন: মাধ্যমিকে অঙ্কে ১০০-তে ১০০ পাওয়া জলভাত, গণিতের শিক্ষক শেষ মুহূর্তের টিপসে বলে দিলেন সহজ ফর্মুলা
এই সকল বিষয় গুলি মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিলে। এবং পরীক্ষা দিতে বসলে যেকোনও মাধ্যমিক পরীক্ষার্থী খুব সহজেই অংক বিষয়ে বেশ ভাল নম্বর তুলে ফেলতে পারবে খুব সহজেই।
সার্থক পণ্ডিত