Madhyamik 2024 Geography Suggestion: মাধ্যমিকে ভূগোলে বেশি নম্বর পাওয়া কঠিন নয় মোটেও! রইল লাস্ট মিনিট সাজেশন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Madhyamik 2024 Geography Suggestion: জীবনের এই প্রথম বড় পরীক্ষায় ঠিক কীভাবে ভূগোল পড়তে হবে এবং প্রস্তুতি নিয়ে বিশদে বললেন বসিরহাটের চক পাটলি হাইস্কুলের ভূগোল শিক্ষক দীপঙ্কর পাইন
জুলফিকার মোল্যা, বসিরহাট: ২ ফেব্রুয়ারি অর্থাৎ আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের কাছে মাধ্যমিক তথা ক্লাস ১০-র বোর্ডের পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। স্বভাবতই, মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা বেশ কিছু অনিশ্চয়তা এবং চিন্তার মধ্যে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক গাইডেন্স পায় না। জীবনের এই প্রথম বড় পরীক্ষায় ঠিক কীভাবে পড়তে হবে এবং প্রস্তুতি নিয়ে বিশদে বললেন বসিরহাটের চক পাটলি হাইস্কুলের ভূগোল শিক্ষক দীপঙ্কর পাইন। তিনি খুব সহজেই বলে দিলেন ঠিক কীভাবে কম সময়ে পুরো সিলেবাসটি কমপ্লিট করা যাবে।
# ভূগোল খুব স্কোরিং বিষয়। তবে যদি ঠিকমতো পড়াশোনা না করা হয় নম্বর কম হতে পারে। সেজন্য ভূগোলে ভাল রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হল পুরো পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়া। কারণ মোট ৩৬ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পুরো বইটি পড়া প্রয়োজন।
আরও পড়ুন : একেই বলে রিস্টার্ট! ষষ্ঠ প্রচেষ্টায় UPSC পরীক্ষায় দেশে সপ্তম জঙ্গলমহলের পার্থ
# হাতের লেখা খুব ভাল না হলেও খাতা পরিষ্কার রাখতে হবে। কারণ পরীক্ষার খাতাই ছাত্রছাত্রীদের মুখের আয়না।
advertisement
advertisement
# প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়তে হবে। কোন আংশিক পরিবর্তন হয়েছে কিনা তা খেয়াল রাখতে হবে।প্রশ্নপত্র দেখে মনে মনে পুরো পরীক্ষার পরিকল্পনা করতে হবে।
ভূগোলে ভাল নম্বর পাওয়ার সহজ কিছু উপায়:
১) পুরো বইটা একবার রিভিশন দিতে হবে।
২) হাতের লেখা খুব ভালো না হলেও বোধগম্য হতে হবে
advertisement
৩) পরীক্ষার খাতার দুদিকে মার্জিন টানতে হবে।
৪) ভূগোলে ছবির জন্য পেন্সিল ব্যবহার করতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 3:32 PM IST