IAS Priyanka Goell: ৫ বার ব্যর্থ হয়ে শেষ সুযোগেই বাজিমাত! সুন্দরী এই IAS অফিসারের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও তুঙ্গে

Last Updated:
IAS Priyanka Goell: সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় এবং সক্রিয় এই আইএএস আধিকারিক
1/7
অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে কোনও বাধাই শেষ পর্যন্ত বিঘ্নের পাহাড় হয়ে দাঁড়াতে পারে না। সেকথাই আরও একবার দেখিয়ে দিলেন প্রিয়াঙ্কা গোয়েল।
অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে কোনও বাধাই শেষ পর্যন্ত বিঘ্নের পাহাড় হয়ে দাঁড়াতে পারে না। সেকথাই আরও একবার দেখিয়ে দিলেন প্রিয়াঙ্কা গোয়েল।
advertisement
2/7
পাঁচ বার ব্যর্থ হওয়ার পর ষষ্ঠ বারের প্রচেষ্টায় সফল হয়েছেন ইউপিএসসি পরীক্ষায়। চার বার তিনি প্রিলিমস-এর বেড়াও টপকাতে পারেননি। কিন্তু হাল ছাড়েননি।
পাঁচ বার ব্যর্থ হওয়ার পর ষষ্ঠ বারের প্রচেষ্টায় সফল হয়েছেন ইউপিএসসি পরীক্ষায়। চার বার তিনি প্রিলিমস-এর বেড়াও টপকাতে পারেননি। কিন্তু হাল ছাড়েননি।
advertisement
3/7
শেষ প্রয়াস বাকি ছিল ষষ্ঠবারে। সে বারই পূরণ করলেন লক্ষ্য। সারা দেশের নিরিখে মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৩৬৯। গত বছর, ২০২৩ সালে আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা।
শেষ প্রয়াস বাকি ছিল ষষ্ঠবারে। সে বারই পূরণ করলেন লক্ষ্য। সারা দেশের নিরিখে মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৩৬৯। গত বছর, ২০২৩ সালে আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা।
advertisement
4/7
দিল্লির মেয়ে প্রিয়াঙ্কা পড়তেন কেশব মহাবিদ্যালয়ে। বিকম পাশ করার পর জীবনের পাখির চোখ করে নেন ইউপিএসসি সিভিল সার্ভিস।
দিল্লির মেয়ে প্রিয়াঙ্কা পড়তেন কেশব মহাবিদ্যালয়ে। বিকম পাশ করার পর জীবনের পাখির চোখ করে নেন ইউপিএসসি সিভিল সার্ভিস।
advertisement
5/7
 ইউপিএসসি পরীক্ষায় পর পর ব্যর্থতার মুখোমুখি হওয়ার সময় এসেছে বহু বাধা। ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু হার মানেননি। নিজের উপর সন্দেহ জন্মালেও হারাননি আস্থা।
ইউপিএসসি পরীক্ষায় পর পর ব্যর্থতার মুখোমুখি হওয়ার সময় এসেছে বহু বাধা। ভেঙে পড়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু হার মানেননি। নিজের উপর সন্দেহ জন্মালেও হারাননি আস্থা।
advertisement
6/7
সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় এবং সক্রিয় এই আইএএস আধিকারিক। কাজের এবং ব্যক্তিগত জীবনের ছবি ও ঘটনা সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তাঁরল ফলোয়ার ১ লক্ষ ৪৬ হাজার।
সোশ্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় এবং সক্রিয় এই আইএএস আধিকারিক। কাজের এবং ব্যক্তিগত জীবনের ছবি ও ঘটনা সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তাঁরল ফলোয়ার ১ লক্ষ ৪৬ হাজার।
advertisement
7/7
পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে চান প্রিয়াঙ্কা। বলতে চান, হাল না ছেড়ে বজায় রাখতে হবে স্বপ্ন দেখার অভ্যাস।
পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে চান প্রিয়াঙ্কা। বলতে চান, হাল না ছেড়ে বজায় রাখতে হবে স্বপ্ন দেখার অভ্যাস।
advertisement
advertisement
advertisement