TRENDING:

IIT Kharagpur: আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আন্তর্জাতিক সম্মানে ভূষিত অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়

Last Updated:

IIT Kharagpur: অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত IAH-এর এক আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। অধ্যাপক মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ জল দূষণ, আর্সেনিক ও অন্যান্য বিষাক্ত উপাদানের প্রভাব এবং জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করে আসছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক।আন্তর্জাতিক মঞ্চে আরও একবার গর্বিত করলেন আইআইটি খড়গপুরের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়। আইআইটি খড়গপুরের ভূতত্ত্ব ও ভূভৌতিক বিদ্যা বিভাগ এবং স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়কে ২০২৫ সালের Applied Hydrogeology Award প্রদান করল International Association of Hydrogeologists (IAH)। এই সম্মান ভূগর্ভস্থ জলবিজ্ঞান ক্ষেত্রে বিশ্বের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচিত।
আইআইটির অধ্যাপক
আইআইটির অধ্যাপক
advertisement

আরও পড়ুনঃ যে আলুর খোসা ছেঁচে ফেলেন, সেটাই নাকি স্বাস্থ্যের আসল চাবিকাঠি! জানাচ্ছেন পুষ্টিবিদরা

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, অধ্যাপক মুখোপাধ্যায়ই প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি এই আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন। যুক্তরাজ্যভিত্তিক IAH বিশ্বের ১৩৫টি দেশে সক্রিয়ভাবে কাজ করে এবং ভূগর্ভস্থ জল সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে ভূগর্ভস্থ জল দূষণ, জলসংকট ও হাইড্রোজিওলজিক্যাল সমস্যার সমাধানে অধ্যাপক মুখোপাধ্যায়ের গবেষণা বিশ্বব্যাপী বিশেষভাবে প্রাসঙ্গিক ও প্রভাবশালী।

advertisement

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত IAH-এর এক আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। অধ্যাপক মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ জল দূষণ, আর্সেনিক ও অন্যান্য বিষাক্ত উপাদানের প্রভাব এবং জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করে আসছেন। তাঁর গবেষণা নীতিনির্ধারণ ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

View More

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রঘুনাথপুরের হকারদের জন্য দারুণ খবর! সামান্য কিছু নথি থাকলেই মিলবে ৫০ হাজার টাকা লোন
আরও দেখুন

উল্লেখযোগ্যভাবে, এর আগেও তিনি ২০১৪ সালে ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড এবং ২০২০ সালে দেশের অন্যতম সর্বোচ্চ বিজ্ঞান সম্মান শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি তিনি প্রথম ভারতীয় হিসেবে AGU ও GSA—এই দুই আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থার ফেলো নির্বাচিত হয়েছেন।এই আন্তর্জাতিক সম্মান নিঃসন্দেহে ভারতীয় বিজ্ঞান গবেষণা ও আইআইটি খড়গপুরের জন্য এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আন্তর্জাতিক সম্মানে ভূষিত অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল