আরও পড়ুনঃ যে আলুর খোসা ছেঁচে ফেলেন, সেটাই নাকি স্বাস্থ্যের আসল চাবিকাঠি! জানাচ্ছেন পুষ্টিবিদরা
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, অধ্যাপক মুখোপাধ্যায়ই প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি এই আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন। যুক্তরাজ্যভিত্তিক IAH বিশ্বের ১৩৫টি দেশে সক্রিয়ভাবে কাজ করে এবং ভূগর্ভস্থ জল সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে ভূগর্ভস্থ জল দূষণ, জলসংকট ও হাইড্রোজিওলজিক্যাল সমস্যার সমাধানে অধ্যাপক মুখোপাধ্যায়ের গবেষণা বিশ্বব্যাপী বিশেষভাবে প্রাসঙ্গিক ও প্রভাবশালী।
advertisement
অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত IAH-এর এক আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। অধ্যাপক মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ জল দূষণ, আর্সেনিক ও অন্যান্য বিষাক্ত উপাদানের প্রভাব এবং জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করে আসছেন। তাঁর গবেষণা নীতিনির্ধারণ ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও তিনি ২০১৪ সালে ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড এবং ২০২০ সালে দেশের অন্যতম সর্বোচ্চ বিজ্ঞান সম্মান শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি তিনি প্রথম ভারতীয় হিসেবে AGU ও GSA—এই দুই আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থার ফেলো নির্বাচিত হয়েছেন।এই আন্তর্জাতিক সম্মান নিঃসন্দেহে ভারতীয় বিজ্ঞান গবেষণা ও আইআইটি খড়গপুরের জন্য এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত।






