TRENDING:

KV NOIDA Recruitment 2022: শুধুমাত্র ইন্টারভিউ দিলেই এই স্কুলে চাকরি! এমন সুযোগ বারবার আসবে না

Last Updated:

Kendriya Vidyalaya Job: যোগ্য প্রার্থীরা এই স্কুলে চাকরির জন্য ২৪ মার্চ ২০২২ তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি নয়ডা কেন্দ্রীয় বিদ্যালয়ের (Kendriya Vidyalaya) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পিজিটি, টিজিটি, পিআরটি, কম্পিউটার প্রশিক্ষক সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে নয়ডা কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

KV NOIDA Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ

যোগ্য প্রার্থীরা ২৪ মার্চ ২০২২ তারিখে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।

আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে কর্মী নিয়োগ! জানুন যোগ্যতা সহ অন্যান্য শর্ত!

ইন্টারভিউয়ের তারিখ- ২৪ মার্চ ২০২২

ইন্টারভিউয়ের সময়- সকাল ৮টা থেকে

KV NOIDA Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ

advertisement

পিজিটি– ইংরেজি, হিন্দি, পদার্থবিদ্যা, কেমেস্ট্রি, জীববিদ্যা, গণিত, কম্পিউটার সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স

টিজিটি– ইংরেজি, হিন্দি, বিজ্ঞান, গণিত, সংস্কৃত এবং সোশ্যাল সায়েন্স

পিআরটি- প্রাথমিক শিক্ষক

কম্পিউটার প্রশিক্ষক

মিউজিক ও ডান্স টিচার

গেমস স্পোর্টস কোচ

যোগ শিক্ষক

আর্ট এডুকেশন টিচার

স্টাফ নার্স

কাউন্সেলর

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা: নয়ডা কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya)
পদের নাম: পিজিটি, টিজিটি, পিআরটি, কম্পিউটার প্রশিক্ষক সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: নয়ডা
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
ইন্টারভিউয়ের তারিখ: ২৪.০৩.২০২২

advertisement

KV NOIDA Recruitment 2022: বেতন

পিজিটি– মাসিক ২৭ হাজার ৫০০ টাকা

টিজিটি– মাসিক ২৬ হাজার ২৫০ টাকা

পিআরটি- মাসিক ২১ হাজার ২৫০ টাকা

পিজিটি কম্পিউটার সায়েন্স- মাসিক ২৭ হাজার ৫০০ টাকা

পিজিটি কম্পিউটার প্রশিক্ষক- মাসিক ২৬ হাজার ২৫০ টাকা

আর্ট এডুকেশন টিচার - মাসিক ২৬ হাজার ২৫০ টাকা

advertisement

গেমস স্পোর্টস কোচ, মিউজিক ও ডান্স টিচার- মাসিক ২১ হাজার ২৫০ টাকা।

আরও পড়ুন- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অধীনে নিয়োগ চলছে বাংলায়! আবেদনের শেষ দিন ২৮ মার্চ

যোগ শিক্ষক- মাসিক ২১ হাজার ২৫০ টাকা

স্টাফ নার্স- ৭৫০ টাকা প্রতিদিন

কাউন্সেলর- মাসিক ২৬ হাজার ২৫০ টাকা

বিশদ নোটিশ লিঙ্ক- https://noida.kvs.ac.in/sites/default/files/Educational%20Qualification_2.docx

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রার্থীরা স্কুলের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে পারেন এবং ২৪ মার্চ ২০২২ সকাল ৮ টায় স্কুলে সমস্ত ডকুমেন্টের ফটোকপি এবং ২টি পাসপোর্ট সাইজের ছবি সহ আসল আবেদনপত্র নিয়ে ইন্টারভিউ দিতে যেতে পারেন।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
KV NOIDA Recruitment 2022: শুধুমাত্র ইন্টারভিউ দিলেই এই স্কুলে চাকরি! এমন সুযোগ বারবার আসবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল