RBI Recruitment 2022|| রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে কর্মী নিয়োগ! জানুন যোগ্যতা সহ অন্যান্য শর্ত!
- Published by:Shubhagata Dey
Last Updated:
RBI Grade B Recruitment 2022: প্রার্থীদের আগামী ১৮ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রেড বি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ মার্চ থেকে। প্রার্থীদের আগামী ১৮ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে শীঘ্রই নিয়োগ! দেরি না করে আজই আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ২৯৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা | |
অফিসার গ্রেড ‘বি’(ডিআর) | জেনারেল | ২৩৮ |
অফিসার গ্রেড ‘বি’(ডিআর) | ডিইপিআর | ৩১ |
অফিসার গ্রেড ‘বি’(ডিআর) | ডিএসআইএম | ২৫ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) |
পদের নাম | গ্রেড বি |
শূন্যপদের সংখ্যা | ২৯৪ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৮.০৩.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৮.০৪.২০২২ |
advertisement
বয়সসীমা:
প্রার্থীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাঁদের বয়সসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে দেশের 'এই' প্রতিষ্ঠান, আবেদনের শেষ দিন ৪ এপ্রিল
আবেদনের যোগ্যতা:
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্র্যাজুয়েশনে ৬০% নম্বর (SC/ST/PwBD-এর মতো সংরক্ষিত বিভাগগুলির প্রার্থীদের জন্য ৫০%) বা সমমানের ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
advertisement
গুরুত্বপূর্ণ তারিখ:
রেজিস্ট্রেশন ২৮ মার্চ, ২০২২ তারিখে শুরু হবে।
আবেদনের শেষ দিন ১৮ এপ্রিল, ২০২২।
আরবিআই গ্রেড বি জেনারেল অফিসার পরীক্ষা (পেপার-I) ২৮ মে, ২০২২।
আরবিআই গ্রেড বি জেনারেল অফিসার পরীক্ষা (পেপার-II) ২৫ জুন, ২০২২।
আরবিআই গ্রেড বি অফিসার DEPR এবং DSIM (পেপার-I) ২ জুলাই, ২০২২।
আরবিআই গ্রেড বি অফিসার DEPR এবং DSIM (পেপার-II) ৬ অগাস্ট, ২০২২।
Location :
First Published :
March 24, 2022 1:05 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
RBI Recruitment 2022|| রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে কর্মী নিয়োগ! জানুন যোগ্যতা সহ অন্যান্য শর্ত!