#নয়াদিল্লি: সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পূর্ব বর্ধমান সহ বিভিন্ন স্থানে পিওন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
PNB Peons Recruitment 2022: আবেদনের তারিখ
PNB Peons Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণপ্রতিষ্ঠানের তরফে মোট ১৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
পূর্ব বর্ধমান - ৮টি পদবীরভূম - ৭টি পদএক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) |
পদের নাম | পিওন |
শূন্যপদের সংখ্যা | ১৫ |
কাজের স্থান | পূর্ব বর্ধমান সহ বিভিন্ন স্থান |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | মাসিক ১৪৫০০ টাকা থেকে ২৮১৪৫ টাকা |
আবেদন পদ্ধতি, আবেদনের শেষ দিন | অনলাইন ও অফলাইন। ২৮.০৩.২০২২ |
PNB Peons Recruitment 2022: আবেদনের যোগ্যতাপ্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের ইংরেজিতে প্রাথমিক পড়া/লেখার স্বাভাবিক জ্ঞান থাকা আবশ্যিক। উল্লিখিত পদের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ যোগ্যতা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। স্নাতক উত্তীর্ণ বা ডিগ্রিধারী প্রার্থীরা কোনও ভাবেই আবেদনের যোগ্য নন।
আরও পড়ুন- এক্সপোর্ট ক্রেডিট কর্পোরেশনের অধীনে বিপুল নিয়োগ, জানুন বিস্তারিত!
PNB Peons Recruitment 2022: বেতনপ্রার্থীদের মাসিক ১৪৫০০ টাকা থেকে ২৮১৪৫ টাকা বেতনক্রম ধার্য করা হয়েছে।
PNB Peons Recruitment 2022: বয়সসীমাপ্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা ২৪ বছর ধার্য করা হয়েছে।
আরও পড়ুন-
PNB Peons Recruitment 2022: আবেদন পদ্ধতি
ইচ্ছুক ও আগ্রহীরা অনলাইনে http://pnbindia.in/ আবেদন সম্পন্ন করে আবেদনপত্রটি প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে পারেন। প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে, “Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2 nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan – 713103” এই ঠিকানায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pnb