TRENDING:

Journalism Course: ক্যামেরার পিছনে হোক বা স্টুডিওর আলোয়, সাংবাদিক হতে চাইলে এটি জানুন! কোর্সের খরচ নামমাত্র

Last Updated:

Journalism Course: কল্পনা করুন প্রথম ক্লাসের দিনটি-- হাতে ক্যামেরা, সামনে গল্প বলার অসীম সম্ভাবনা। এখানে শিক্ষার্থীরা শিখবেন কী ভাবে একটি ছোট আইডিয়াকে বড় কনটেন্টে রূপ দিতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ভাবুন, ছোট শহরের এক তরুণ বা তরুণী, যার চোখে স্বপ্ন মিডিয়া দুনিয়ায় নিজের নাম তৈরি করার। ক্যামেরার পিছনে হোক বা স্টুডিওর আলোয়, গল্প বলবে নিজের ভাষায়। ঠিক সেই স্বপ্নটাকেই আরও বাস্তব করে দিতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এনে দিয়েছে সাশ্রয়ী ও আধুনিক মিডিয়া কোর্সের সুযোগ।
advertisement

মাত্র ১১,৯৫০ টাকা খরচে প্রথম সেমিস্টারেই পাওয়া যাবে এম.এ. ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের মত চাহিদাসম্পন্ন কোর্স, যার ফি-স্ট্রাকচার এতটাই সহজ যে স্বপ্ন আর বাস্তবের দূরত্বটা সত্যিই কমে আসে।

কল্পনা করুন প্রথম ক্লাসের দিনটি– হাতে ক্যামেরা, সামনে গল্প বলার অসীম সম্ভাবনা। এখানে শিক্ষার্থীরা শিখবেন কীভাবে একটি ছোট আইডিয়াকে বড় কনটেন্টে রূপ দিতে হয়, কীভাবে একটি শব্দ মানুষের মতামত বদলে দিতে পারে। রিপোর্টার হওয়া থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, কপিরাইটার, ভিডিও জকি বা পি.আর. এক্সিকিউটিভ– যে পথেই হাঁটতে চান, এই কোর্স আপনাকে সেই প্রথম দরজাটা খুলে দেবে। প্রতিটি সেমিস্টার নতুন স্কিল, নতুন অভিজ্ঞতা আর নতুন আত্মবিশ্বাস যোগ করবে আপনার যাত্রায়। সাহায্য করবেন বিশ্ববিদ্যালয়ের চারজন অভিজ্ঞ ফ্যাকাল্টি।

advertisement

আরও পড়ুন: মোটা বেতনে আইআইটি খড়গপুরে গবেষকের চাকরির সুযোগ, অনলাইনে আবেদনের সব খুঁটিনাটি জানুন, সময় অল্প

View More

আরও সুন্দর বিষয় হল– এখানে শুধু তত্ত্ব নয়, বরং হাতেকলমে শেখান হয়। ফটোগ্রাফি, নিউজ রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট—সবটাই বাস্তবমুখী প্র্যাকটিক্যালের মাধ্যমে। ক্লাসরুমের বাইরেও তৈরি হয় একটি ছোট পেশাদার পৃথিবী, যেখানে প্রতিটি অ্যাসাইনমেন্ট আপনাকে একটু একটু করে প্রস্তুত করে চাকরির বাজারের জন্য। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার নিজের ভিতরে এক নতুন স্টোরিটেলার, নতুন এক সাংবাদিকের জন্ম দিয়েছেন।

advertisement

আরও পড়ুন: শীতের বাজারে ছেয়েছে ভেজাল গুড়, খাঁটি গুড় চিনবেন দেখে না গন্ধে? জানুন গুড় চেনার গূঢ় রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
ক্যামেরার পিছনে হোক বা স্টুডিওর আলোয়, সাংবাদিক হতে চাইলে এটি জানুন! কোর্সের খরচ নামমাত্র
আরও দেখুন

যে কেউ যদি নিষ্ঠা, কৌতূহল আর সৃজনশীলতা সঙ্গে নিয়ে আসে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তাকে পথ দেখাবে, প্ল্যাটফর্ম দেবে, আর ভবিষ্যতের দিগন্তটা একটু আরও উজ্জ্বল করে দেবে। সাশ্রয়ী ফি, ব্যবহারযোগ্য সিলেবাস আর অসংখ্য ক্যারিয়ার সুযোগ– সব মিলিয়ে এটি শুধু একটি ডিগ্রি নয়, বরং নিজের স্বপ্নকে সত্যির দিকে এক ধাপ এগিয়ে নেওয়ার যাত্রা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Journalism Course: ক্যামেরার পিছনে হোক বা স্টুডিওর আলোয়, সাংবাদিক হতে চাইলে এটি জানুন! কোর্সের খরচ নামমাত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল