TRENDING:

Police Recruitment: ৯ ফেব্রুয়ারি ইন্টারভিউ, উত্তর ২৪ পরগনায় অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ, বেতন কত? জানুন আবেদনের বিস্তারিত

Last Updated:

Police Recruitment: জেলার প্রশাসনিক বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য এই নিয়োগ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বিভাগে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য এই নিয়োগ করা হবে। সম্প্রতি জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। মোট ১৭ শূন্যপদে কর্মী নেওয়া হবে। সম্পূর্ণ নিয়োগই চুক্তিভিত্তিক, যেখানে প্রাথমিকভাবে কাজের মেয়াদ থাকবে এক বছর।
ছবি প্রতিকী
ছবি প্রতিকী
advertisement

তবে প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে মেয়াদ বৃদ্ধি হতে পারে। এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১২ হাজার টাকা পারিশ্রমিক প্রদান করা হবে। আবেদন করার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরের হেড ক্লার্ক বা সমপর্যায়ের পদে কাজ করা অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন জানাতে পারবেন।

advertisement

আরও পড়ুনঃ লাল মাটি, শালবন আর পাহাড়ের ডাক…! জঙ্গলমহলের ৫ গোপন সৌন্দর্য চিনে নিন, সপ্তাহান্তে ঘুরে আসুন

আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ইন্টারভিউ শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দু'চোখে ভরা স্বপ্ন,পরিবারের সঙ্গী নিত্য অনটন,৮ বছরেই লংজাম্পে নজির, রাখি পাঁশকুড়ার গর্ব
আরও দেখুন

ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য তথ্য জানতে প্রার্থীরা উত্তর ২৪ পরগনা জেলার সরকারি ওয়েবসাইটে (https://north24parganas.gov.in/) গিয়ে ‘Recruitment’ বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। সেখান থেকেই নিয়োগ সংক্রান্ত সমস্ত শর্ত ও বিস্তারিত তথ্য জানা যাবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Police Recruitment: ৯ ফেব্রুয়ারি ইন্টারভিউ, উত্তর ২৪ পরগনায় অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ, বেতন কত? জানুন আবেদনের বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল