তবে প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে মেয়াদ বৃদ্ধি হতে পারে। এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১২ হাজার টাকা পারিশ্রমিক প্রদান করা হবে। আবেদন করার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরের হেড ক্লার্ক বা সমপর্যায়ের পদে কাজ করা অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন জানাতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ লাল মাটি, শালবন আর পাহাড়ের ডাক…! জঙ্গলমহলের ৫ গোপন সৌন্দর্য চিনে নিন, সপ্তাহান্তে ঘুরে আসুন
আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা ৩০ মিনিট থেকে ইন্টারভিউ শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।
ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য তথ্য জানতে প্রার্থীরা উত্তর ২৪ পরগনা জেলার সরকারি ওয়েবসাইটে (https://north24parganas.gov.in/) গিয়ে ‘Recruitment’ বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। সেখান থেকেই নিয়োগ সংক্রান্ত সমস্ত শর্ত ও বিস্তারিত তথ্য জানা যাবে।






