APSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে (Job Vacancy) আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন - Job Vacancy: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন
বিশদ নোটিশ ও সরাসরি আবেদনের লিঙ্ক- https://apscrecruitment.in/#/auth/home
APSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের (Labour Welfare Department) অধীনে ফ্যাক্টরি ইন্সপেকটর পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন - Ravichandran Ashwin Explosive: ‘কেউ ছিল না পাশে ভেবেছিলাম অবসর নেব’-বোমা ফাটালেন অশ্বিন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | অসম পাবলিক সার্ভিস কমিশন (Assam Public Service Commission) |
পদের নাম | ফ্যাক্টরি ইনস্পেকটর |
শূন্যপদের সংখ্যা | ৫ |
কাজের স্থান | অসম |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা | ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির যে কোনও শাখায় ডিগ্রি; বিশেষত মেকানিক্যাল/ কেমিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা বা ভালো মানের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজের অভিজ্ঞতা |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২০.০১.২০২২ |
APSC Recruitment 2021: আবেদনের যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির যে কোনও শাখায় ডিগ্রি; বিশেষত মেকানিক্যাল/ কেমিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা বা ভালো মানের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
APSC Recruitment 2021: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২৩ বছরের কম এবং ৩৮ বছরের বেশি হওয়া উচিত নয়। প্রার্থীদের বয়সসীমা শিথিলকরণের বিষয়ে বিশদ বিবরণের জন্য অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি দেখতে হবে। কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রার্থীদের বয়সসীমা স্বীকৃত কেন্দ্রীয়/রাজ্য বোর্ড/কাউন্সিল দ্বারা জারি করা ম্যাট্রিকুলেশন / HSLC অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেটের ভিত্তিতে গণনা করা হবে।