Ravichandran Ashwin Explosive: ‘কেউ ছিল না পাশে ভেবেছিলাম অবসর নেব’-বোমা ফাটালেন অশ্বিন

Last Updated:

Ravichandran Ashwin Explosive: ক্রিকেট থেকে অবসর (Retirement) নিতে চেয়েছিলেন তিনি৷

Ravichandran Ashwin reveals he thought of retirement in 2018
Ravichandran Ashwin reveals he thought of retirement in 2018
#কলকাতা: ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) চাঞ্চল্যকর স্বীকারোক্তি৷ তিনি জানিয়েছেন ২০১৮ সালের ইংল্যান্ড সফরের পরেই ক্রিকেট থেকে অবসর (Retirement) নিতে চেয়েছিলেন তিনি৷ এবং শুধু কথার কথা নয় একেবারে সিরিয়াস ভাবেই এই কথা ভেবেছিলেন তিনি৷ তিনি ভাবতেন দলের (Indian Cricket Team) জন্যে দারুণ পারফর্ম করার পরেও তাঁর কথা কেউ ভাবে না৷
রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আরও জানিয়েছেন ৩ বছর আগে সেই সময়ে একটা এমন সময়ও ছিল যখন ৬ টি বল করেই তিনি ক্লান্ত হয়ে যেতেন৷ অশ্বিন জানিয়েছেন তিনি বোলিং টেকনিকে বদল আনেন৷ তারপর তিনি সাফল্য পেতে শুরু করেন৷ শুধু বোলিং নয় ব্যাটিং করেও তিনি বিভিন্ন সময়ে তিনি দলের (Indian Cricket Team) সাফল্য এনে দিয়েছেন৷
advertisement
advertisement
রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) জানিয়েছেন ২০১৮- ২০২০ অবধি একাধিক জিনিস দেখে তিনি ক্রিকেট ছাড়ার কথা সত্যি সত্যি ভাবতে শুরু করেছিলেন৷ তাঁর মনে হত তিনি যত জেতার চেষ্টা করেন তত তার থেকে জয় দূরে চে যায়, তিনি ৬ টি বল করার পরেই হাঁফিয়ে যেতেন, পুরো শরীরে ব্যাথা করত৷
advertisement
তিনি দুঃসময়ের বিস্তৃত বিবরণ দিয়েছেন, তিনি বলেছেন হাঁটুতে এত ব্যাথা হত যে কম লাফাতেন, সমস্ত জোর কাঁধ ও পিঠ থেকে আনতে হত৷ ক্লান্ত লাগতে শুরু হত, মনে হত ব্রেক চাই৷
তাঁর অভিযোগ তাঁর চোট নিয়ে কারোর মাথাব্যাথা ছিল না৷ তাঁর কাছে এমন কেউ ছিল না যাঁর সঙ্গে নিজের চোট নিয়ে আলোচনা করতে পারতেন৷ তাঁর বিস্ফোরক অভিযোগ অনেক ক্রিকেটার চোট পেলে তাঁদের সঙ্গে টিম ম্যানেজমেন্ট সহমর্মী ব্যবহার করে, কিন্তু তাঁর সঙ্গে এমন হয়নি৷  তাঁর সাফ প্রশ্ন তাঁর দলের প্রতি অবদান কম৷ তাঁর যখন প্রয়োজন ছিল তাঁর কাছে কেউ আসত না৷
advertisement
তিনি জানিয়েছেন তাঁর কারোর সাহায্য চাওয়া স্বভাব নয়৷ কিন্তু তাঁর মনে হয়েছিল তিনি আর এগোতে পারবেন না কারোর সাহায্য ছাড়া, কিন্তু তারপর তাঁর মনে হয় তিনি আবার নতুন কিছু চেষ্টা করবেন৷
advertisement
এই মুহূর্তে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ravichandran Ashwin Explosive: ‘কেউ ছিল না পাশে ভেবেছিলাম অবসর নেব’-বোমা ফাটালেন অশ্বিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement