Pakistan Cricket: Cricket খেলার মাঠেই দু'বার বুকে ব্যাথা, হাসপাতালে নিয়ে যেতে হল Pakistan ক্রিকেটারকে

Last Updated:

Pakistan Cricket: ম্যাচ চলাকালীন ২ বার বুকে ব্যাথার (Chest Pain) অভিযোগ করেন৷

Pakistan Cricketer abid ali taken to hospital after complaining of chest pain during match- Photo- File
Pakistan Cricketer abid ali taken to hospital after complaining of chest pain during match- Photo- File
#ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার আবিদ আলি (Abid Ali) ফার্স্টক্লাস টুর্নামেন্ট কায়েদ আজম ট্রফি (Quaid E Azam Trophy) মোকাবিলার ম্যাচ চলাকালীন বুকে ব্যাথা  অনুভব করেন৷ টুর্নামেন্ট মধ্য পঞ্জাবের হয়ে খেলেছিলেন৷ ম্যাচ চলাকালীন ২ বার বুকে ব্যাথার (Chest Pain) অভিযোগ করেন৷ তারপরে টিম ম্যানেজার অশরফ আলি তাঁকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে৷
প্রাক্তন টেস্ট উইকেটরক্ষক ক্রিকেটার অশরফ আলি বলেন, ‘‘আজ সকালে উনি ৬১ রান করে খেলছিলেন৷ তখন বুকে ২ বার ব্যাথার অভিযোগ করেন৷ আমরা বুঝতে পারি ওঁকে হাসপাতালে পাঠানো উপযুক্ত হবে৷ সেখানে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷’’ ইউবিএল পরিসরে পখতুনখা দলের বিরুদ্ধে ফার্স্টক্লাস ক্রিকেটে ৯০০০ রান পূরণ করা আবিদ হাল বাংলাদেশ সফল টেস্ট সফরে, এরপর তিনি মধ্য পঞ্জাবের দলের সঙ্গে যোগ দেন৷
advertisement
advertisement
এর মধ্যে ডন সংবাদপত্রের সঙ্গে কথোপকথনে পাকিস্তান ক্রিকেট  বোর্ডের আধিকারিক জানিয়েছেন, ‘‘তাঁর কাঁধের পাশে ব্যাথা করছিল, এরসঙ্গে অস্বস্তি ও শরীর ভারী লাগছিল৷ এরপর তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়, তাঁর প্রাথমিক রিপোর্টে সবকিছু ভালো এসেছে৷ বর্তমান ফার্স্ট ক্লাস মরশুমের কথা বললে বলতে হয় ৫২ গড়ে ৭৬৬ রান করেছেন তিনি৷ এতে ৩ টি শতরান রয়েছে৷
advertisement
গত কয়েকদিন আগে বাংলাদেশ সফরে (Bangladesh vs Pakistan) ওপেনার ক্রিকেটার আবিদ আলি শানদার পারফরম্যান্স করেছেন৷ ৩৪ বছরের বাঁ হাতি ক্রিকেটার ৷ তিনি ৮৮ গড়ে ২৬৩ রান করেছেন৷ তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হন৷ পাকিস্তানের হয়ে ১৬ টেস্টে ২৬ ইনিংসে ৪৯ গড়ে ১১৮০  রান করেছিলেন৷ ৪ টি শতরান, ৩ টি অর্ধশতরান করেন৷ এছাড়া ৬ ওয়ানডে -তে একটি শতরান এবং একটি অর্ধ শতরান ২৩৪ রান করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan Cricket: Cricket খেলার মাঠেই দু'বার বুকে ব্যাথা, হাসপাতালে নিয়ে যেতে হল Pakistan ক্রিকেটারকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement