Pakistan Cricket: Cricket খেলার মাঠেই দু'বার বুকে ব্যাথা, হাসপাতালে নিয়ে যেতে হল Pakistan ক্রিকেটারকে

Last Updated:

Pakistan Cricket: ম্যাচ চলাকালীন ২ বার বুকে ব্যাথার (Chest Pain) অভিযোগ করেন৷

Pakistan Cricketer abid ali taken to hospital after complaining of chest pain during match- Photo- File
Pakistan Cricketer abid ali taken to hospital after complaining of chest pain during match- Photo- File
#ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার আবিদ আলি (Abid Ali) ফার্স্টক্লাস টুর্নামেন্ট কায়েদ আজম ট্রফি (Quaid E Azam Trophy) মোকাবিলার ম্যাচ চলাকালীন বুকে ব্যাথা  অনুভব করেন৷ টুর্নামেন্ট মধ্য পঞ্জাবের হয়ে খেলেছিলেন৷ ম্যাচ চলাকালীন ২ বার বুকে ব্যাথার (Chest Pain) অভিযোগ করেন৷ তারপরে টিম ম্যানেজার অশরফ আলি তাঁকে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে৷
প্রাক্তন টেস্ট উইকেটরক্ষক ক্রিকেটার অশরফ আলি বলেন, ‘‘আজ সকালে উনি ৬১ রান করে খেলছিলেন৷ তখন বুকে ২ বার ব্যাথার অভিযোগ করেন৷ আমরা বুঝতে পারি ওঁকে হাসপাতালে পাঠানো উপযুক্ত হবে৷ সেখানে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷’’ ইউবিএল পরিসরে পখতুনখা দলের বিরুদ্ধে ফার্স্টক্লাস ক্রিকেটে ৯০০০ রান পূরণ করা আবিদ হাল বাংলাদেশ সফল টেস্ট সফরে, এরপর তিনি মধ্য পঞ্জাবের দলের সঙ্গে যোগ দেন৷
advertisement
advertisement
এর মধ্যে ডন সংবাদপত্রের সঙ্গে কথোপকথনে পাকিস্তান ক্রিকেট  বোর্ডের আধিকারিক জানিয়েছেন, ‘‘তাঁর কাঁধের পাশে ব্যাথা করছিল, এরসঙ্গে অস্বস্তি ও শরীর ভারী লাগছিল৷ এরপর তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়, তাঁর প্রাথমিক রিপোর্টে সবকিছু ভালো এসেছে৷ বর্তমান ফার্স্ট ক্লাস মরশুমের কথা বললে বলতে হয় ৫২ গড়ে ৭৬৬ রান করেছেন তিনি৷ এতে ৩ টি শতরান রয়েছে৷
advertisement
গত কয়েকদিন আগে বাংলাদেশ সফরে (Bangladesh vs Pakistan) ওপেনার ক্রিকেটার আবিদ আলি শানদার পারফরম্যান্স করেছেন৷ ৩৪ বছরের বাঁ হাতি ক্রিকেটার ৷ তিনি ৮৮ গড়ে ২৬৩ রান করেছেন৷ তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হন৷ পাকিস্তানের হয়ে ১৬ টেস্টে ২৬ ইনিংসে ৪৯ গড়ে ১১৮০  রান করেছিলেন৷ ৪ টি শতরান, ৩ টি অর্ধশতরান করেন৷ এছাড়া ৬ ওয়ানডে -তে একটি শতরান এবং একটি অর্ধ শতরান ২৩৪ রান করেছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan Cricket: Cricket খেলার মাঠেই দু'বার বুকে ব্যাথা, হাসপাতালে নিয়ে যেতে হল Pakistan ক্রিকেটারকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement