দক্ষিণ ভারতের সিনেমার জগতের দাপটের সঙ্গে শুরু করে বলিউডেও কাজ করেছেন৷ দারুণ অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ৷ তিনি এখন নিজের নামেই পরিচিত৷ বাহুবলী (Bahubali) ছবিতে তাঁকে ঘিরে আসমুদ্র হিমাচল মেতেছিল৷ তামান্না ভাটিয়ার জীবনে-র বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে প্রেমের কারণে নাম জড়িয়েছেন৷ তাতে যেমন ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli)নাম রয়েছে , তেমনিই পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের (Abdul Razzaq)সঙ্গেও তাঁর প্রেমকাহিনী কারও অজানা নয়৷ তামান্না ভাটিয়ার জন্মদিনে (Tamannaah Bhatia Birthday)তাঁর প্রেমজীবনের গসিপ (Gossip)৷ একটা সময় এরকম বলা হত, তামান্না ভাটিয়া ও বিরাট কোহলি (Tamannaah Bhatia And virat kohli) প্রেম জবরদস্ত চলেছিল৷ অভিনেত্রীকে এই সম্পর্ক নিয়ে মুখও খুলতে হয়৷ ২০১২ তে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় দুজনের আলাপ হয়৷ এরপরে দুজনের প্রেমের গল্প নিয়ে শুরু হয় জোর চর্চা বা গসিপ (Gossip)৷ খবর অনুযায়ি দুজনে কিছু সময়ে একে অপরকে ডেটও (Tamannaah Bhatia) করেন৷ কিন্তু কিছু সময় পরে তাঁদের ব্রেকআপ হয়ে যায়৷ তখন ব্রাজিলিয়ান মডে ইসাবেলার সঙ্গে ডেট করছিলেন তিনি৷ এক সাক্ষাৎকারে বিরাটকে (Virat Kohli) নিয়ে তাঁর সম্পর্কের বিষয়ে সাফাই দেন তিনি৷ তিনি জানিয়েছিলেন বিজ্ঞাপনের শ্যুটিয়ের পর তাঁদের না কখনও একে অপরের সঙ্গে দেখা হয়েছিল না কখনও ফোনে কথা হয়েছিল৷ এছাড়া তামান্না ভাটিয়ার নাম জড়িয়েছে পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের (Abdul Razzaq) সঙ্গেও৷ তাঁদের প্রেমজীবন নিয়েও প্রচুর কথা হয়েছিল৷ ২০১৭ সালে এই খবর সামনে আসে৷ এও শোনা যায় প্রেমে থাকা এই জুটি বিয়েও করতে চান৷ . এরপরে অভিনেত্রীর নাম মার্কিন এক চিকিৎসকের সঙ্গে শোনা যায়৷ কিন্তু তামান্না এই সম্পর্কের কথাও অস্বীকার করেন৷ তিনি বলেছিলেন, ‘‘কোনওদিন এক অভিনেতা, কোনওদিন ক্রিকেটার, কোনওদিন চিকিৎসক , মনে হয় আমি ব্যাগ নিয়ে স্বামী কিনতে বেরিয়েছি৷’’ তিনি দাবি করেছিলেন এই সব খবর ভিত্তিহীণ নিজের একার জীবনে তিনি খুশি৷ তামান্না ভাটিয়ার দুটি সিনেমা -র একটি ভেঙ্কটেশের সঙ্গে 'F3' এবং 'guruthunda seethakalam' দুটি সিনেমাই ২০২২ সাে মুক্তি পাবে৷