TRENDING:

Recruitment 2021|| সুবর্ণ সুযোগ! স্নাতক হলেই হাজার হাজার সরকারি অফিসার পদে নিয়োগ, রইল আবেদন জমার খুঁটিনাটি...

Last Updated:

Government Job Opportunity: স্টাফ সিলেকশন বোর্ড (Rajasthan Staff Selection Board) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের কথা ঘোষণা করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড (Rajasthan Staff Selection Board) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের কথা ঘোষণা করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে RSMSSB-এর অফিসিয়াল ওয়েবসাইটে rsmssb.rajasthan.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে, প্রার্থীরা আগামী ৯ অক্টোরব, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

শূন্যপদের সংখ্যা:

বোর্ডের তরফে মোট ৩,৮৯৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড (RSMSSB)
পদের নাম ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার
শূন্যপদের সংখ্যা ৩,৮৯৬
কাজের স্থান রাজস্থান
কাজের ধরন সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি প্রিলি ও মেইন পরীক্ষার মাধ্যমে
আবেদন প্রক্রিয়া শুরু ১০-০৯-২০২১
শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি, DOEACC থেকে সার্টিফিকেট প্রাপ্ত
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন ০৯.১০.২০২১

advertisement

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীরা যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে প্রার্থীদের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যাক্রিডিটেশন গভর্মেন্ট অফ ইন্ডিয়া (Department of Electronics Accreditation Government of India ) থেকে ‘ও’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

আরও পড়ুনঃ মোটা অঙ্কের বেতন, পাবলিক সার্ভিস কমিশনে অফিসার পদে শীঘ্রই নিয়োগ, জানুন বিশদে...

advertisement

আরও পড়ুনঃ আকর্ষণীয় বেতন, উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরিতে নিয়োগের দারুন সুযোগ, আবেদন গ্রহণ চলছে...

আবেদন ফি:

জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি (ক্রিমি লেয়ার) প্রার্থীদের আবেদন ফি বাবদ ৪৫০ টাকা দিতে হবে। ওবিসি (নন-ক্রিমি লেয়ার) ও একেবারে পিছিয়ে পড়া বর্গের প্রার্থীদের জন্য ৩৫০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে।

advertisement

বয়সসীমা:

১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুনঃ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের আবেদন শুরু শীঘ্রই, খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে...

নির্বাচন পদ্ধতি:

প্রার্থীদের প্রিলিমিনারি ও মেইন এই দুই পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি:

প্রথমে RSMSSB–এর অফিসয়াল ওয়েবসাইটে rsmssb.rajasthan.gov.in গিয়ে ‘রিক্রুটমেন্ট অ্যাডভারটাইজমেন্টে’র অন্তর্গত ‘অ্যাপলাই অনলাইন’ অপশনে যেতে হবে। সেখানে Village Development Officer 2021: Detailed Recruitment Advertisement লিঙ্কের অন্তর্বর্তী ‘অ্যাপলাই অনলাইন’ অপশনে আবার ক্লিক করতে হবে। এর পর আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| সুবর্ণ সুযোগ! স্নাতক হলেই হাজার হাজার সরকারি অফিসার পদে নিয়োগ, রইল আবেদন জমার খুঁটিনাটি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল