TRENDING:

Teacher Recruitment 2021|| সরকারি স্কুলে ৮৩৯৩ শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ! আবেদনের খুঁটিনাটি জানুন এক ক্লিকে...

Last Updated:

Pre Primary Teacher Recruitment 2021: শিক্ষক-শিক্ষিকা হতে চাওয়া প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- https://educationrecruitmentboard.com/

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: সম্প্রতি পঞ্জাবের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের (Department of School Education) তরফে প্রি-প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- https://educationrecruitmentboard.com-এ।
শিক্ষক পদে নিয়োগ। প্রতীকী ছবি।
শিক্ষক পদে নিয়োগ। প্রতীকী ছবি।
advertisement

আবেদনের তারিখ:

প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১৩ সেপ্টেম্বর। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে। প্রার্থীরা আগামী ১১ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ১১ অক্টোবর, ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। প্রি-Job Newsপ্রাইমারি শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার তারিখ পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: সুখবর! কেন্দ্রীয় সরকারি সংস্থায় প্রচুর পদে নিয়োগ! দেরি না করে এখনই আবেদন করুন...

শূন্যপদের সংখ্যা:

মোট পদের সংখ্যা ৮৩৯৩টি রয়েছে বলে জানানো হয়েছে।

শূন্যপদের বিবরণ:

জেনারেল ৩২৭৩
তফসিলি জাতি (এম এবং বি) ৮৪০
তফসিলি জাতি (আর এবং ও) ৮৩৯
তফসিলি জাতি (প্রাক্তন চাকরিজীবি, এম এবং বি) ১৬৮
তফসিলি জাতি (প্রাক্তন চাকরিজীবি, আর এবং ও) ১৬৮
তফসিলি জাতি (স্পোর্টসম্যান, এম এবং বি) ৪২
তফসিলি জাতি (স্পোর্টসম্যান, আর এবং ও) ৪২
পিছিয়ে পড়া বর্গ ৮৩৯
পিছিয়ে পড়া বর্গ (প্রাক্তন চাকরিজীবি) ১৬৮
স্পোর্টসম্যান (জেনারেল) ১৬৭
মুক্তি যোদ্ধা ৮৪
প্রাক্তন চাকরিজীবি (জেনারেল) ৫৮৮
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ৮৩৯
শারীরিক প্রতিবন্ধী ৩৩৬

advertisement

আরও পড়ুন: দারুন খবর! পাবলিক সার্ভিস কমিশনের অধীনে একাধিক পদে শীঘ্রই নিয়োগ, আজই আবেদন করুন...

আবেদন ফি:

জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০০ টাকা, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। প্রাক্তন চাকরিজীবিদের আবেদন ফি লাগবে না।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, পঞ্জাব
পদের নাম শিক্ষক
শূন্যপদের সংখ্যা ৮৩৯৩
কাজের স্থান পঞ্জাব
কাজের ধরন সরকারি
নির্বাচন পদ্ধতি কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু ১৪.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতা সিনিয়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, নার্সারি এডুকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদনের শেষ দিন ১১.১০.২০২১

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্কে অফিসার পদে প্রচুর নিয়োগ! যে কোনও শাখায় স্নাতক হলে আজই আবেদন করুন...

শিক্ষাগত যোগ্যতা:

১. সিনিয়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট

২. নার্সারি টিচার এডুকেশনে ডিপ্লোমা বা সার্টিফিকেট

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

৩. এডুকেশন প্রোভাইডার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Teacher Recruitment 2021|| সরকারি স্কুলে ৮৩৯৩ শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ! আবেদনের খুঁটিনাটি জানুন এক ক্লিকে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল