#নয়াদিল্লি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে upsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রিন্ট করা আবেদনপত্রের সম্পূর্ণ কপি জমা দেওয়ার শেষ দিন ১৫ অক্টোবর, ২০২১ তারিখ।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কি আরও পিছিয়ে যাচ্ছে? যা আশঙ্কা কমিশন কর্তাদের...
শূন্যপদের সংখ্যা:
কমিশনের তরফে মোট ৫৯টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: ৫টি পদ
সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার: ২টি পদ
জুনিয়ার টেকনিক্যাল অফিসার: ৯টি পদ
প্রিন্সিপাল সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার: ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড ১: ৭টি পদ
অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার: ৪টি পদ
স্টোর অফিসার: ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড ২: ৩০টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার, জুনিয়ার টেকনিক্যাল অফিসার, প্রিন্সিপাল সিভিল হাইড্রোগ্রাফিক অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড ১, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, স্টোর অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড ২ |
শূন্যপদের সংখ্যা | ৫৯ |
কাজের স্থান | ইন্ডিয়া |
কাজের ধরন | সরকারি কাজ |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানও হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৫.১০.২০২১ |
আরও পড়ুন: ব্যাঙ্কে অফিসার পদে প্রচুর নিয়োগ! যে কোনও শাখায় স্নাতক হলে আজই আবেদন করুন...
শিক্ষাগত যোগ্যতা:
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে চান তাঁরা নিম্নে প্রদত্ত লিঙ্ক গিয়ে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন। সম্পূর্ণ বিবরণের জন্য এই লিঙ্ক ক্লিক করতে হবে- https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-13-2021-engl-240921.pdf
আবেদন ফি:
প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫ টাকা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা SBI–এর যে কোনও ব্রাঞ্চে গিয়ে সরাসরি ক্যাশের মাধ্যমে ফি জমা করাতে পারেন অথবা নেট ব্যাঙ্কিং/ ভিসা কার্ড/ মাস্টার কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমেও আবেদন ফি জমা দিতে পারবেন। তফসিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News, Recruitment 2021