Recruitment 2021|| ব্যাঙ্কে অফিসার পদে প্রচুর নিয়োগ! যে কোনও শাখায় স্নাতক হলে আজই আবেদন করুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bank Recruitment 2021: বিশদে জানতে প্রার্থীরা TJSB–এর অফিসিয়াল ওয়েবসাইটে https://tjsbbank.co.in/career গিয়ে খোঁজ নিতে পারেন।
#থানে: সম্প্রতি থানে জনতা সহকারী ব্যাঙ্ক (Thane Janata Sahakari Bank) লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনি অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা TJSB–র অফিসিয়াল ওয়েবসাইটে https://tjsbbank.co.in/career গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৩ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদন পত্র জমা করাতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে TJSB–এর অফিসিয়াল ওয়েবসাইটেই https://tjsbbank.co.in/career আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: পবন হংস লিমিটেডে ট্রেনি টেকনিশিয়ান নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জানুন...
বয়সসীমা:
advertisement
প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর এবং সর্বনিম্ন ২০ বছরের মধ্যে থাকা বাঞ্ছনীয়।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতকের ডিগ্রি থাকলেই তাঁরা আবেদনের যোগ্য। প্রার্থীদের মূলত ট্রেনি অফিসার পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: সুপারিন্টেনডেন্ট-সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন? জানুন...
আবেদন ফি:
advertisement
আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি বাবদ মোট ৮২৬ টাকা দিতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | থানে জনতা সহকারী ব্যাঙ্ক লিমিটেড (TJSB) |
পদের নাম | ট্রেনি অফিসার |
শূন্যপদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | ট্রেনিং সক্রান্ত |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৪.০৯.২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | যে কোনও ডিসিপ্লিনে স্নাতক স্তরে উত্তীর্ণ |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৩.১০.২০২১ |
advertisement
কী ভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১: TJSB-এর অফিসিয়াল ওয়েবসাইটে tjsbbank.co.in/career যেতে হবে।
স্টেপ-২: এর পর হোমপেজের ‘অ্যাপলাই অনলাইন’ অপশনে ক্লিক করে নিজেদের নাম রেজিস্টার করতে হবে।
স্টেপ-৩: প্রার্থীদের এর পর আবেদন ফি জমা করাতে হবে।
advertisement
স্টেপ-৪: আবেদনপত্রের প্রয়োজন অনুসারে সমস্ত ডকুমেন্টের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
স্টেপ-৫: আবেদনপত্রটি জমা দেওয়ার আগে প্রার্থীদের ভালো করে দেখে নিতে হবে যাতে তথ্য প্রদানে কোনও ভুল না থেকে যায়। ফর্ম জমা দেওয়া শেষ হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো হয়।
Location :
First Published :
September 24, 2021 2:09 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| ব্যাঙ্কে অফিসার পদে প্রচুর নিয়োগ! যে কোনও শাখায় স্নাতক হলে আজই আবেদন করুন...