Recruitment 2021|| সুখবর! চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সে শীঘ্রই নিয়োগ, মাধ্যমিক পাশ হলে এখুনি আবেদন করুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Chittaranjan Locomotive Works Recruitment 2021: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের আগামী ০৩ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#আসানসোল: সম্প্রতি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সের (Chittaranjan Locomotive Works) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সের অফিসিয়াল ওয়েবসাইটে clw.indianrailways.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের আগামী ০৩ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
আরও পড়ুন: দারুন খবর! কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চ মাধ্যমিক পাশ হলে আজই আবেদন করুন...
বিশেষ ঘোষণা:
advertisement
প্রার্থীদের অবশ্যই apprenticeshipindia.org ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। প্রার্থীদের নিয়োগের সময় ওই সমস্ত তথ্য অনুযায়ী ভেরিফাই করা হবে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৯২টি পদ রয়েছে বলে জানানও হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ-
ফিটার: ২০০টি পদ
টার্নার: ২০টি পদ
advertisement
মেকানিস্ট: ৫৬টি পদ
ওয়েল্ডার (G&E): ৮৮টি পদ
ইলেকট্রিসিয়ান: ১১২টি পদ
রেফারেন্স এবং এ.সি. মেকানিক : ৪টি পদ
পেইন্টার (G): ১২টি পদ
আরও পড়ুন: বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে অশিক্ষক কর্মচারী নিয়োগ, দেরী না করে আজই আবেদন করুন...
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্স (CLW) |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা | ৪৯২ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | ফিটার, টার্নার, মেকানিস্ট ইত্যাদি |
নির্বাচন পদ্ধতি | দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | দশম শ্রেণি উত্তীর্ণ |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৩.১০.২০২১ |
advertisement
আরও পড়ুন: সুখবর! ন্যাশনাল হেলথ মিশনের আওতায় শীঘ্রই ৫০০০ সহায়ক নার্স নিয়োগ! আজই আবেদন করুন...
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণিতে (১০+২ পরীক্ষা পদ্ধতিতে) উত্তীর্ণ হতে হবে। সে ক্ষেত্রে উল্লিখিত বোর্ডকে কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন ইন ইন্ডিয়া (Council of Boards of School Education in India) দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে।
advertisement
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসের নিয়ম অনুসারে পোর্টালে প্রদত্ত দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে শর্ট-লিস্টেড করা হবে। নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রার করা ইমেলে বা মোবাইল নম্বরের মাধ্যমে কল লেটার পাঠানো হবে।
Location :
First Published :
September 18, 2021 2:39 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| সুখবর! চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সে শীঘ্রই নিয়োগ, মাধ্যমিক পাশ হলে এখুনি আবেদন করুন...