Recruitment 2021|| সুখবর! কেন্দ্রীয় সরকারি সংস্থায় প্রচুর পদে নিয়োগ! দেরি না করে এখনই আবেদন করুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Recruitment 2021 apply soon: ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে IREL-এর অফিসিয়াল ওয়েবসাইটে irel.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড (Indian Rare Earths Limited) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনি ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে IREL-এর অফিসিয়াল ওয়েবসাইটে irel.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ৫ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
advertisement
আরও পড়ুন: দারুন খবর! পাবলিক সার্ভিস কমিশনের অধীনে একাধিক পদে শীঘ্রই নিয়োগ, আজই আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
গ্র্যাজুয়েট ট্রেনি (ফাইন্যান্স) | ৭ |
গ্র্যাজুয়েট ট্রেনি (এইচআর) | ৬ |
ডিপ্লোমা ট্রেনি (টেকনিক্যাল) | ১৮ |
জুনিয়ার সুপারভাইজার (রাজভাষা) | ১ |
পার্সোনাল সিকিউরিটি | ২ |
ট্রেডসম্যান ট্রেনি (আইটিআই) | ২০ |
আরও পড়ুন: ব্যাঙ্কে অফিসার পদে প্রচুর নিয়োগ! যে কোনও শাখায় স্নাতক হলে আজই আবেদন করুন...
শিক্ষাগত যোগ্যতা:
advertisement
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক এবং পদসংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য বিষয়ে বিশদে জানতে চান, তাঁরা এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- https://irel.co.in/documents/20126/167125/Detailed+Advt_COHRM072021.pdf/6d6f7e13-8bae-d761-1778-c9c93b0cda30?t=1631982123634
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান রেয়ার আর্থস লিমিটেড (IREL) |
পদের নাম | গ্র্যাজুয়েট ট্রেনি, ডিপ্লোমা ট্রেনি, জুনিয়ার সুপারভাইজার, পার্সোনাল সিকিউরিটি |
শূন্যপদের সংখ্যা | ৫৪ |
কাজের স্থান | মহারাষ্ট্র |
কাজের ধরন | সরকারি কাজ |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৫.১০.২০২১ |
advertisement
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। সে ক্ষেত্রে লিখিত পরীক্ষা দু'টি লেভেলের মাধ্যমে সম্পন্ন হবে। প্রথম স্তরে স্কিল টেস্ট/ ট্রেড টেস্ট/ কম্পিউটারে দক্ষতামূলক পরীক্ষা/ সাইকোমেট্রিক টেস্ট থাকবে। অন্য দিকে, দ্বিতীয় স্তরে এক বা একাধিক প্রথম স্তরের পরীক্ষা বা কর্তৃপক্ষের মতামত অনুযায়ী প্রার্থীদের যাচাই করা হবে।
advertisement
আরও পড়ুন: সুপারিন্টেনডেন্ট-সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কী ভাবে আবেদন করবেন? জানুন...
আবেদন ফি:
প্রার্থীদের আবেদন ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে। প্রার্থীরা তাঁদের সুবিধামত ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন। তবে তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, ESM প্রার্থী, মহিলা প্রার্থী এবং অন্তর্বর্তী প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
Location :
First Published :
September 27, 2021 1:51 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| সুখবর! কেন্দ্রীয় সরকারি সংস্থায় প্রচুর পদে নিয়োগ! দেরি না করে এখনই আবেদন করুন...