OPTCL-এ নিয়োগে শূন্যপদের বিবরণ
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মোট ২০০ টি শূন্যপদ রয়েছে। নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পত্রটি পাওয়া যাচ্ছে OPTCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
advertisement
OPTCL-এ নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর, ২০২১ পর্যন্ত।
OPTCL-এ নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা -
জুনিয়র মেইনটেনেন্স ও অপারেটর ট্রেইনি হিসেবে নিয়োগ করা হবে প্রথমে ১ বছর। এই ট্রেইনিং পিরিয়ড সফলভাবে শেষ হলে জুনিয়র টেকনিশিয়ান পদে ৫ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের এর জন্য ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI করা হতে হবে। যারা KBK ও ওড়িশার পিছিয়ে পড়া জেলা থেকে আবেদন করবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
OPTCL-এ নিয়োগে এই ২ পদের বেতন
পে ম্যাট্রিক্স অনুযায়ী, ২২,৭০০ থেকে ৭২,০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। যার বেসিক পে হল ২২,৭০০ টাকা।
OPTCL-এ নিয়োগে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া
নিয়োগের ক্ষেত্রে প্রথমেই একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। তার পর স্কিল টেস্ট ও কেরিয়ার মার্কিং হবে। একটি মেরিট লিস্ট বের হবে, যেখানে কম্পিউটার বেসড টেস্ট ও কেরিয়াক মার্কিংয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে নাম দেওয়া থাকবে। টেস্টে ৮০ শতাংশ এবং কেরিয়ার মার্কিংয়ে ২০ শতাংশ যেন নম্বর থাকে, সেদিকে নজর দিতে হবে।
আরও পড়ুন:মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
OPTCL-এ নিয়োগে গুরুত্বপূর্ণ তথ্য
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এক বছর ট্রেনিং চলাকালীন সকলকে OPTCL-এর বিভিন্ন শাখার কাজ করতে হবে। পাশাপাশি চন্দাকা, ভুবনেশ্বরে OPTCL-এর ট্রেনিং সেন্টারে পাওয়ার ট্রেনিংয়েও থাকতে হতে পারে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
সংস্থা - OPTCL
পদ - জুনিয়র মেইনটেনেন্স ও অপারেটর ট্রেইনি
শূন্যপদের সংখ্যা - ২০০
কাজের ধরন - চুক্তিভিত্তিক
যোগ্যতা - ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI
বয়স সীমা - জানানো হয়নি
আবেদন শুরু - আবেদন চলছে
আবেদনের শেষ তারিখ - ১৪ অক্টোবর
আবেদনের মাধ্যম - অনলাইন
আবেদনের ফি - জানানো হয়নি
নিয়োগ প্রক্রিয়া - কম্পিউটার বেসড পরীক্ষা ও কেরিয়ার মার্কিং
কাজের স্থান - ওড়িশার বিভিন্ন OPTCL এর শাখায়
বেতন - পে ম্যাট্রিক্স অনুযায়ী, ২২,৭০০ থেকে ৭২,০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে; যার বেসিক পে হল ২২,৭০০ টাকা