Teacher Recruitment 2021: হাজার হাজার শিক্ষক পদে নিয়োগের সুযোগ! প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরির জন্য আবেদন করুন আজই...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Teacher Recruitment 2021: প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে DEE-এর অফিসিয়াল ওয়েবসাইটে dee.assam.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
#গুয়াহাটি: শিক্ষকতার পেশায় আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর! সম্প্রতি অসমের ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের (Director of Elementary Education) তরফে এক বিজ্ঞপ্তি (Teacher Recruitment 2021) জারি করে প্রচুর পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে DEE-এর অফিসিয়াল ওয়েবসাইটে dee.assam.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Assam DEE Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আজ অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে। প্রার্থীরা আগামী ২৭ অক্টোরব, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে DEE-এর অফিসিয়াল ওয়েবসাইটেই dee.assam.gov.in প্রার্থীরা আবেদনপত্র (Director of Elementary Education) পাওয়া যাবে অথবা প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারেন- https://dee.assam.gov.in/
advertisement
advertisement
Assam DEE Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
কর্তৃপক্ষের তরফে মোট ৯,৩৫৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
Assam DEE Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
মোট শূন্যপদের ৭২৪২টি পদে নিম্ন প্রাথমিক বিদ্যালয়, ২১১২টি পদে উচ্চতর বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার, (Teacher Recruitment 2021) সায়েন্স টিচার, অহমিয়া ভাষার শিক্ষক, মণিপুরি ভাষার শিক্ষক ইত্যাদি পদে নিয়োগ করা হবে।
advertisement
Assam DEE Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা অসম টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা উল্লিখিত পদে আবেদনের যোগ্য। এছাড়াও যাঁরা চলতি বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত টেট (TET) পরীক্ষায় আবেদন করেছেন এবং যাঁরা পরবর্তীতে পাশ করবেন তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। অক্টোবর মাসের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা: অসম, ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন (DEE)
পদের নাম: শিক্ষক
শূন্যপদের সংখ্যা: ৯,৩৫৪
কাজের স্থান: অসম
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: ২৭.০৯.২০২১
advertisement
শিক্ষাগত যোগ্যতা: টেট উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৭.১০.২০২১
Assam DEE Recruitment 2021: বিশেষ ঘোষণা
কর্তৃপক্ষের তরফে প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তাঁদের জমা দেওয়া আবেদনপত্র ও ডকুমেন্ট ভারত সরকারের বিভিন্ন আধুনিক টেকনোলজি যেমন DigiLocker-এর মাধ্যমে যাচাই করা হবে। আপলোড করা ডকুমেন্টের বারকোড বা QR কোড স্ক্যান করে প্রদত্ত সার্টিফিকেটের সত্যতাও যাচাই করে দেখা হবে। এছাড়াও প্রার্থীদের উপস্থিতি মূলক নিরীক্ষণ করতে হলে সে ক্ষেত্রে কর্তৃপক্ষ পূর্ব থেকে যথাযথ নোটিশ প্রদান করবে।
Location :
First Published :
September 27, 2021 12:55 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Teacher Recruitment 2021: হাজার হাজার শিক্ষক পদে নিয়োগের সুযোগ! প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকরির জন্য আবেদন করুন আজই...