CSIR AMPRI Recruitment 2021: প্রজেক্ট স্টাফ নিয়োগ চলছে! আবেদনের শেষ দিন ২৯ সেপ্টেম্বর! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা CSIR- AMPRI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

Representational Image
Representational Image
#ভোপাল: ভোপালের CSIR AMPRI-তে গবেষক নিয়োগ চলছে। সম্প্রতি সিএসআইআর- অ্যাডভান্সড মেটেরিয়াল অ্যান্ড প্রসেসেস রিসার্চ ইন্সটিটিউটের (CSIR- Advanced Materials & Processes Research Institute) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রজেক্ট স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনের বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা CSIR- AMPRI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
CSIR AMPRI Recruitment 2021: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করাতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা CSIR- AMPRI-এর অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
advertisement
CSIR AMPRI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
কর্তৃপক্ষের তরফে মোট ৭টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
CSIR AMPRI Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
প্রজেক্ট অ্যাসোসিয়েট: ৪টি পদ
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট: ৩টি পদ
CSIR AMPRI Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রতিষ্ঠান কেবল মাত্র সেই সমস্ত প্রার্থীদেরই নির্বাচন করবে যাঁদের অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে অথবা যাঁরা CSIR-UGC লেকচারশিপ পাশ করেছেন । এছাড়াও যাঁরা গেট (GATE) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা আন্তর্জাতিক পিয়ার রিভিউ জার্নালে অন্তত দু’টি পেপার পাবলিশ করেছেন তাঁরাও আবেদনের যোগ্য।
advertisement
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক তাঁরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন- https://rectt.ampri.res.in/index.php/proj22021-1-8/
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: সিএসআইআর- অ্যাডভান্সড মেটেরিয়াল অ্যান্ড প্রসেসেস রিসার্চ ইন্সটিটিউট (CSIR AMPRI)
পদের নাম: প্রজেক্ট স্টাফ
শূন্যপদের সংখ্যা: ৭
advertisement
কাজের স্থান: ভোপাল
কাজের ধরন: প্রজেক্টের কাজ
নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: CSIR-UGC লেকচারশিপ/ গেট পরীক্ষায় উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদনের শেষ দিন: ২৯.০৯.২০২১
advertisement
CSIR AMPRI Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্রের ভিত্তিতে কর্তৃপক্ষ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড করা হবে। প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছে, প্রার্থীরা যেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখেন। শর্ট-লিস্টেড প্রার্থীদের Microsoft টিম মারফত ইন্টারভিউ দিতে হবে। প্রার্থীদের সাময়িক ভাবে Microsoft টিমে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। সে ক্ষেত্রে প্রার্থীদের আবেদনের সময় প্রদত্ত মেইল আইডিতে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে।
advertisement
প্রজেক্ট সম্পর্কিত বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এই লিঙ্কে গিয়ে খোঁজ নিতে পারেন- https://ampri.res.in/wp-content/uploads/2021/09/Advertisement-no-proj22021.pdf
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
CSIR AMPRI Recruitment 2021: প্রজেক্ট স্টাফ নিয়োগ চলছে! আবেদনের শেষ দিন ২৯ সেপ্টেম্বর! কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement