Maharashtra Metro Recruitment 2021: মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Maharashtra Metro Rail Corporation Limited) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে (Maharashtra Metro Recruitment 2021)।

মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
#মুম্বই: মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Maharashtra Metro Rail Corporation Limited) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে punemetrorail.org গিয়ে খোঁজ নিতে পারেন।
Maharashtra Metro Recruitment 2021: আবেদনের তারিখবর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
Maharashtra Metro Recruitment 2021: শূন্যপদের সংখ্যাকর্তৃপক্ষের তরফে মোট ৯৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
Maharashtra Metro Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ অ্যাডিশনাল চিফ প্রজেক্ট ম্যানেজার: ১টি পদ সিনিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার: ১টি পদ ডেপুটি জেনারেল ম্যানেজার: ১টি পদ অ্যাসিসট্যান্ট ম্যানেজার: ১টি পদ সেকশন ইঞ্জিনিয়ার: ১টি পদ সিনিয়ার স্টেশন কন্ট্রোলার: ২৩টি পদ ট্রাফিক কন্ট্রোলার: ২৩টি পদ ডিপো কন্ট্রোলার: ২৩টি পদ ট্রেন অপারেটর: ২৩টি পদ সিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার: ৩টি পদ জুনিয়ার ইঞ্জিনিয়ার: ১৮টি পদ সিনিয়ার টেকনিশিয়ান: ৪৩টি পদ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট: ৪টি পদ
Maharashtra Metro Recruitment 2021: নির্বাচন পদ্ধতিপ্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
Maharashtra Metro Recruitment 2021: আবেদন ফিপ্রার্থীদের আবেদন ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড পদের নাম: অ্যাডিশনাল চিফ প্রজেক্ট ম্যানেজার, সিনিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার, জুনিয়ার ইঞ্জিনিয়ার, সিনিয়ার টেকনিশিয়ান শূন্যপদের সংখ্যা: ৯৬ কাজের স্থান: মহারাষ্ট্র কাজের ধরন: সরকারি কাজ নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ, মেডিক্যাল টেস্ট আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ১৪.১০.২০২১
Maharashtra Metro Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে? স্টেপ-১ প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের punemetrorail.org কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে। স্টেপ-২ এর পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নিজের নাম রেজিস্টার করাতে হবে। স্টেপ-৩ আবেদন ফি সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান করা কপি সাবমিট করতে হবে। স্টেপ-৪ প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Maharashtra Metro Recruitment 2021: মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement