Maharashtra Metro Recruitment 2021: মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Maharashtra Metro Rail Corporation Limited) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে (Maharashtra Metro Recruitment 2021)।
#মুম্বই: মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Maharashtra Metro Rail Corporation Limited) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে punemetrorail.org গিয়ে খোঁজ নিতে পারেন।
Maharashtra Metro Recruitment 2021: আবেদনের তারিখ | বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। |
Maharashtra Metro Recruitment 2021: শূন্যপদের সংখ্যা | কর্তৃপক্ষের তরফে মোট ৯৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। |
Maharashtra Metro Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ | অ্যাডিশনাল চিফ প্রজেক্ট ম্যানেজার: ১টি পদ সিনিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার: ১টি পদ ডেপুটি জেনারেল ম্যানেজার: ১টি পদ অ্যাসিসট্যান্ট ম্যানেজার: ১টি পদ সেকশন ইঞ্জিনিয়ার: ১টি পদ সিনিয়ার স্টেশন কন্ট্রোলার: ২৩টি পদ ট্রাফিক কন্ট্রোলার: ২৩টি পদ ডিপো কন্ট্রোলার: ২৩টি পদ ট্রেন অপারেটর: ২৩টি পদ সিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার: ৩টি পদ জুনিয়ার ইঞ্জিনিয়ার: ১৮টি পদ সিনিয়ার টেকনিশিয়ান: ৪৩টি পদ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট: ৪টি পদ |
Maharashtra Metro Recruitment 2021: নির্বাচন পদ্ধতি | প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। |
Maharashtra Metro Recruitment 2021: আবেদন ফি | প্রার্থীদের আবেদন ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না। |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: | সংস্থা: মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড পদের নাম: অ্যাডিশনাল চিফ প্রজেক্ট ম্যানেজার, সিনিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার, জুনিয়ার ইঞ্জিনিয়ার, সিনিয়ার টেকনিশিয়ান শূন্যপদের সংখ্যা: ৯৬ কাজের স্থান: মহারাষ্ট্র কাজের ধরন: সরকারি কাজ নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ, মেডিক্যাল টেস্ট আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ১৪.১০.২০২১ |
Maharashtra Metro Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে? | স্টেপ-১ প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের punemetrorail.org কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে। স্টেপ-২ এর পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নিজের নাম রেজিস্টার করাতে হবে। স্টেপ-৩ আবেদন ফি সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান করা কপি সাবমিট করতে হবে। স্টেপ-৪ প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন। |
advertisement
advertisement
Location :
First Published :
September 25, 2021 2:26 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Maharashtra Metro Recruitment 2021: মেট্রো রেলের অধীনে প্রচুর পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?