TRENDING:

Job News: আপনার বয়স ১৮ থেকে ২৬-এর মধ্যে হলে, রয়েছে বিরাট বেতনের দারুণ চাকরির সুযোগ! বিশদে জানুন

Last Updated:

Job News: বিরাট বেতনে চাকরির সুবর্ণ সুযোগ। পদ ফাঁকা ১৫০। বিশদে জেনে এখনই আবেদন করুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: আপনার বয়স কি ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। তাহলে আইটিআই শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। পশ্চিমবঙ্গে আইটিআই পাসআউট প্রার্থীদের জন্য বড় সুখবর। কারণ দুর্গাপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই পড়ুয়াদের এবার কর্মসংস্থানের বিশাল সুযোগ।
দুর্গাপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)
দুর্গাপুর গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)
advertisement

১৪-২৬ বছর বয়সি বেকার যুবকেরা চাকরিতে যোগ দিয়েই মাসে আয় করতে পারেন ৩৪,৬০০ টাকা। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড এবার ক্যাম্পাস প্লেসমেন্ট করতে চলেছে দুর্গাপুর মুচিপাড়া আইটিআই ক্যাম্পাসে। সিডব্লিউ পদে চাকরির জন্য ক্যাম্পাসিংয়ের দিন নির্ধারিত হয়েছে ৩ নভেম্বর। আইটিআই-এর উপ-অধিকর্তা অরিন্দম আচার্য এই বিষয়ে জানান, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড প্রায় ১৫০ জন যুবককে সি ডব্লিউ পদে নিয়োগ করতে চলেছে।

advertisement

আরও পড়ুন: প্রাথমিকে ৩২০০০ চাকরি বাতিল মামলায় বড় মোড়, আদালতে পাঁচ প্রশ্নবাণ পর্ষদকে! এস বাসু রায় কোম্পানির ভূমিকা নিয়ে তোলপাড়

সংস্থার পক্ষ থেকে চাকরির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি জানানো হয়েছে, পদ– সিডব্লিউ বেতন: আনুমানিক মাসিক মোট পারিশ্রমিক ৩৪,৬০০ টাকা। এর পাশাপাশি চুক্তি অনুযায়ী কোম্পানি তাঁদের খাবার, ইউনিফর্ম এবং অন্যান্য সুবিধা প্রদান করবে। কাজের অবস্থান: – গুরগাঁও, মানেসার (হরিয়ানা)

advertisement

View More

সি ডব্লিউ পদে চাকরির জন্য যোগ্যতার মানদণ্ড হিসাবে কেবল পুরুষ প্রার্থীরাই গ্রহণযোগ্য এবং বয়স ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর থাকতে হবে এবং আইটিআই পাস-আউট (এনসিভিটি/এসসিভিটি অনুমোদিত)। যোগ্য প্রার্থীরা হলেন ডিজেল মেকানিক, ফিটার, মেকানিক মোটর যানবাহন, মেকানিক ট্র্যাক্টর, পেইন্টার, টেকনিশিয়ান অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং, ওয়েল্ডার, টুল অ্যান্ড ডাই মেকার, টার্নার, মেশিনিস্ট।

advertisement

আরও পড়ুন: ২০০২ সালের ভোটার তালিকায় যদি বাবা-মায়ের নাম না থাকে, তাহলে কী করবেন? আপনার নাম আর উঠবে না? সহজ উপায় কিন্তু আছে

এছাড়াও যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলি লাগবে সেগুলি হল মাধ্যমিকের রেজাল্ট কার্ড এবং সার্টিফিকেট ও আইটিআই মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড। সমস্ত কাগজপত্রগুলির আসল এবং জেরক্স উভয়ই প্রয়োজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার জালে ছটফট করছে দু'টো হলুদ চোখ! এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক
আরও দেখুন

অনলাইনে রেজিস্ট্রেশেন করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে। https://www.marutisuzuki.com/corporate/careersএরপর- CW-তে ক্লিক করে – আবাসিক অবস্থা নির্বাচন করতে হবে। এরপর আবেদন করুন-এ ক্লিক করবেন ক্যাম্পাসে অংশগ্রহণের জন্য QR কোড স্ক্যান করে নিজেকে নিবন্ধন করতে হবে। যোগাযোগের নম্বর ০১২৪-৪০৩৪৭৯৫।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News: আপনার বয়স ১৮ থেকে ২৬-এর মধ্যে হলে, রয়েছে বিরাট বেতনের দারুণ চাকরির সুযোগ! বিশদে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল