১৪-২৬ বছর বয়সি বেকার যুবকেরা চাকরিতে যোগ দিয়েই মাসে আয় করতে পারেন ৩৪,৬০০ টাকা। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড এবার ক্যাম্পাস প্লেসমেন্ট করতে চলেছে দুর্গাপুর মুচিপাড়া আইটিআই ক্যাম্পাসে। সিডব্লিউ পদে চাকরির জন্য ক্যাম্পাসিংয়ের দিন নির্ধারিত হয়েছে ৩ নভেম্বর। আইটিআই-এর উপ-অধিকর্তা অরিন্দম আচার্য এই বিষয়ে জানান, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড প্রায় ১৫০ জন যুবককে সি ডব্লিউ পদে নিয়োগ করতে চলেছে।
advertisement
সংস্থার পক্ষ থেকে চাকরির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি জানানো হয়েছে, পদ– সিডব্লিউ বেতন: আনুমানিক মাসিক মোট পারিশ্রমিক ৩৪,৬০০ টাকা। এর পাশাপাশি চুক্তি অনুযায়ী কোম্পানি তাঁদের খাবার, ইউনিফর্ম এবং অন্যান্য সুবিধা প্রদান করবে। কাজের অবস্থান: – গুরগাঁও, মানেসার (হরিয়ানা)
সি ডব্লিউ পদে চাকরির জন্য যোগ্যতার মানদণ্ড হিসাবে কেবল পুরুষ প্রার্থীরাই গ্রহণযোগ্য এবং বয়স ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর থাকতে হবে এবং আইটিআই পাস-আউট (এনসিভিটি/এসসিভিটি অনুমোদিত)। যোগ্য প্রার্থীরা হলেন ডিজেল মেকানিক, ফিটার, মেকানিক মোটর যানবাহন, মেকানিক ট্র্যাক্টর, পেইন্টার, টেকনিশিয়ান অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং, ওয়েল্ডার, টুল অ্যান্ড ডাই মেকার, টার্নার, মেশিনিস্ট।
এছাড়াও যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলি লাগবে সেগুলি হল মাধ্যমিকের রেজাল্ট কার্ড এবং সার্টিফিকেট ও আইটিআই মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড। সমস্ত কাগজপত্রগুলির আসল এবং জেরক্স উভয়ই প্রয়োজন।
অনলাইনে রেজিস্ট্রেশেন করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে। https://www.marutisuzuki.com/corporate/careersএরপর- CW-তে ক্লিক করে – আবাসিক অবস্থা নির্বাচন করতে হবে। এরপর আবেদন করুন-এ ক্লিক করবেন ক্যাম্পাসে অংশগ্রহণের জন্য QR কোড স্ক্যান করে নিজেকে নিবন্ধন করতে হবে। যোগাযোগের নম্বর ০১২৪-৪০৩৪৭৯৫।






