TRENDING:

Job Vacancy: ৭৮০০ পদে IBPS ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, Bank-এ চাকরির আবদেন প্রক্রিয়া কি?

Last Updated:

IBPS Clerk Recruitment 2021: Job Vacancy-র বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in গিয়ে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বোর্ডের (Institute of Banking Personnel Selection) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। ব্যাঙ্কে (Bank) চাকরির বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy: ibps clerk recruitment 2021 application, Know details- Photo-Representative
Job Vacancy: ibps clerk recruitment 2021 application, Know details- Photo-Representative
advertisement

IBPS Clerk Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে চলছে। প্রার্থীরা আগামী ২৭ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।

IBPS Clerk Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

advertisement

প্রতিষ্ঠানের তরফে মোট ৭৮০০টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। সমগ্র দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুন - Expalined: Coronavirus -র থেকেও ভয়াবহ ক্ষতি করবে Climate change! এখন থেকেই সচেতন থাকতে হবে

IBPS Clerk Recruitment 2021: নিয়োগ পরীক্ষার তারিখ

প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠিত হবে ডিসেম্বর, ২০২১ বর্ষে এবং ফলাফল প্রকাশিত হবে ডিসেম্বর- জানুয়ারি মাসের মধ্যে। মেইন পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি/ ফেব্রুয়ারি মাসে ও প্রার্থীদের অ্যালটমেন্ট দেওয়া হবে এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (IBPS)

পদের নাম: ক্লার্ক ও অন্যান্য

শূন্যপদের সংখ্যা: ৭৮০০

কাজের স্থান: ভারত

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: ০৭.১০.২০২১

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট উত্তীর্ণ

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ২৭.১০.২০২১

IBPS Clerk Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে।

IBPS Clerk Recruitment 2021: বয়সসীমা

আবেদনের জন্য ২০ থেকে ২৮ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।

আরও পড়ুন - Lifestyle: ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, মহিলাদের Breast Cancer কেন হচ্ছে এত!

advertisement

IBPS Clerk Recruitment 2021: আবেদন ফি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীর, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন চাকরিজীবীদের জন্য আবেদন ফি বাবদ ১৭৫ টাকা ধার্য করা হয়েছে। জেনারেল ক্যাটাগরি সহ অন্যান্য প্রার্থীদের আবেদন ফি বাবদ ৮৫০ টাকা দিতে হবে। তবে কেবলমাত্র অনলাইনেই আবেদন ফি জমা নেওয়া হবে। এই বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে ibps.in গিয়ে খোঁজ নিতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ৭৮০০ পদে IBPS ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, Bank-এ চাকরির আবদেন প্রক্রিয়া কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল