শূন্যপদের বিবরণ:
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মোট ২৯৪৫ টি শূন্যপদে নিয়োগ করবে RRC। নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের নীতি মানা হবে কি না তা জানানো হয়নি। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, এই সংক্রান্ত সমস্ত তথ্য RRC-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আরও পড়ুন: বায়োফুয়েল লিমিটেডে জেনারেল ম্যানেজার-সহ একাধিক পদে নিয়োগ, আজই আবেদন করুন...
advertisement
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ অর্থাৎ ৪ অক্টোবর, ২০২১ থেকে। আবেদন করা যাবে আগামী মাস পর্যন্ত। ৩ নভেম্বর, ২০২১ তারিখ সন্ধ্যে ৬টা পর্যন্ত প্রার্থীরা এই ২৯৪৫টি পদের জন্য আবেদন করতে পারবে।
আরও পড়ুন: সরকারি স্কুলে ৮৩৯৩ শিক্ষক পদে শীঘ্রই নিয়োগ! আবেদনের খুঁটিনাটি জানুন এক ক্লিকে...
আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১ অক্টোবর, ২০২১-এ। আবেদনকারীদের মধ্যে যাদের বেছে নেওয়া হবে তাদের তালিকা প্রকাশিত হতে পারে ১৮ নভেম্বর, ২০২১-এ।
এক নজরে আবেদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | RRC |
পদ | ট্রেড অ্যাপ্রেন্টিস |
পদের সংখ্যা | ২৯৪৫ |
যোগ্যতা | দশম শ্রেণি পাশ (৫০ শতাংশ নম্বর সহ) |
বয়সসীমা | ১৫- ২৪ |
আবেদন প্রক্রিয়া শুরু | ৪ অক্টোবর, ২০২১ |
আবেদনের শেষ তারিখ | ৩ নভেম্বর, ২০২১ |
আবেদনের ফি | ১০০ (UR ক্যাটeগরি) |
বাছাই প্রার্থীর তালিকা প্রকাশ | ১৮ নভেম্বর, ২০২১ (সম্ভবত) |
আবেদনের মাধ্যম | অনলাইন |
গুরুত্বপূর্ণ ওয়েবসাইট | er.indianrailways.gov.in |
আরও পড়ুন: সুখবর! কেন্দ্রীয় সরকারি সংস্থায় প্রচুর পদে নিয়োগ! দেরি না করে এখনই আবেদন করুন...
যোগ্যতা:
দশম শ্রেণি উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বর দেখা হবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দশম শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর পেলেই এই পদের জন্য প্রার্থীদের যোগ্য হিসেবে গণ্য করা হবে।
বয়সসীমা:
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৫ বছর ও সর্বোচ্চ ২৪ বছর।
এছাড়াও অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী, আবেদনকারীদের মেডিক্যালি ফিট থাকতে হবে।
আবেদনের ফি:
আবেদনের জন্য অসংরক্ষিত ক্যাটগরির প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা করে।