Recruitment 2021|| বায়োফুয়েল লিমিটেডে জেনারেল ম্যানেজার-সহ একাধিক পদে নিয়োগ, আজই আবেদন করুন...

Last Updated:

HPCL Biofuel Limited Recruitment 2021: আগ্রহী প্রার্থীদের ১৬ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#পটনা: একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এইচপিসিএল বায়োফুয়েল লিমিটেডের (HPCL Biofuel Limited) তরফ থেকে ম্যানেজমেন্ট (Management), নন ম্যানেজমেন্ট (Non-Management) এবং অন্যান্য পদের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। এই সকল পদে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিভিত্তিক (Fixed Term Contract Basis) নিয়োগ করা হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে প্রায় ২৫৫টি পদে নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ: 
এইচপিসিএল বায়োফুয়েল লিমিটেডের তরফে জানানো হয়েছে যে, আগ্রহী প্রার্থীদের ১৬ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের নিজেদের বায়োডেটা, সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদনপত্র কোম্পানির ঠিকানায় পোস্ট করতে হবে। কোম্পানির ঠিকানা হল- HPCL Biofuels Ltd., House No. – 9, Shree Sadan. –Patliputra Colony, Patna – 800013। ২০২১-এর ১৬ অক্টোবর বিকাল ৬টার মধ্যে এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
advertisement
advertisement
বয়সসীমা:
এই সব পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। ম্যানেজমেন্ট পোস্টের জন্য ৫৭ বছরের কম এবং নন ম্যানেজমেন্ট ও অন্যান্য পদের জন্য ৫৫ বছরের কম হতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থাএইচপিসিএল বায়োফুয়েল লিমিটেড
পদের নামম্যানেজমেন্ট ও নন ম্যানেজমেন্ট
শূন্যপদের সংখ্যা২৫৫
কাজের স্থানপটনা
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিমেরিট লিস্ট ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিকোম্পানির ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে
আবেদনের শেষ দিন২০২১-এর ১৬ অক্টোবর বিকাল ৬টা
advertisement
নির্বাচন পদ্ধতি:
ম্যানেজমেন্ট পোস্টের জন্য আবেদনপত্র দেখে উপযুক্ত প্রার্থীদের বেছে তাদের ইন্টারভিউ নেওয়া হবে টেলিফোনিক, স্কাইপ অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। নন ম্যানেজমেন্ট ও অন্যান্য পদের জন্য আবেদনপত্রের ভিত্তিতে মেরিট লিস্ট বার করা হবে। যেসব ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়ার দরকার হবে, তাদের স্কিল টেস্ট নেওয়া হবে।
advertisement
আবেদনের শেষ দিন:
ইচপিসিএল বায়োফুয়েল লিমিটেডে আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর, ২০২১ বিকাল ৬টা।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| বায়োফুয়েল লিমিটেডে জেনারেল ম্যানেজার-সহ একাধিক পদে নিয়োগ, আজই আবেদন করুন...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement