এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় ডাক (Indian Post Office Job || Recruitment 2021) বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে www.indiapost.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন। প্রার্থীদের মূলত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
India Post UP Circle recruitment: আবেদনের তারিখ
advertisement
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে ভারতীয় ডাক (Indian Post Office Job || Recruitment 2021) বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেই www.indiapost.gov.in আবেদনপত্র পাওয়া যাবে।
India Post UP Circle recruitment: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
বিজ্ঞপ্তিতে মোট ৪৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। এদের মধ্যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান বং মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি পদে নিয়োগ করা হবে (Indian Post Office Job || Recruitment 2021)।
আরও পড়ুন: শয়ে শয়ে শূন্যপদে নিয়োগের বড় সুযোগ! আবেদন চলছে, জেনে নিন খুঁটিনাটি...
India Post UP Circle recruitment: আবেদন ফি
আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে সে ক্ষেত্রে প্রার্থীরা যে কোনও পোস্ট অফিসে গিয়ে ই-পেমেন্টের মাধ্যমে চালান দিয়ে ফি জমা দিতে পারবেন।
India Post UP Circle recruitment: বয়সসীমা
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান পদে আবেদনের জন্য ১৮ থেকে ২৭ বছর বয়সসীমা ধার্য করা হয়েছে। অন্য দিকে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য ১৮ থেকে ২৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
সংস্থা: চিফ পোস্টমাস্টার জেনারেল ইউপি সার্কেল, লখনউ
পদের নাম: পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ
শূন্যপদের সংখ্যা: ৪৬
কাজের স্থান: লখনউ
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অফলাইন
আবেদনের শেষ দিন: ০৫.১১.২০২১
India Post UP Circle recruitment: কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীদের ওয়েবসাইটে প্রদত্ত আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টের স্ব-স্বাক্ষরিত ফটোকপি সহ এই ঠিকানায় পাঠাতে হবে, “The Assistant Director (Recruitment), O/o The chief Postmaster General, Uttar Pradesh Circle, Lucknow – 226 001"
আবেদনপত্র প্রেরণের শেষ দিন ৫ নভেম্বর, ২০২১ তারিখ বা তার পূর্বে।