Recruitment 2021: শয়ে শয়ে শূন্যপদে নিয়োগের বড় সুযোগ! আবেদন চলছে, জেনে নিন খুঁটিনাটি...

Last Updated:

Recruitment 2021: সংস্থার তরফে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে।

 শূন্যপদে চাকরির সুযোগ
শূন্যপদে চাকরির সুযোগ
#ভুবনেশ্বর: ওড়িশা পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড (OPTCL) জুনিয়র মেইনটেনেন্স ও অপারেটর ট্রেইনি পদে নিয়োগ করতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে এবং ইলেকট্রিকট্রেডে ITI পাশ করা প্রার্থীদের নেওয়া হবে।
OPTCL-এ নিয়োগে শূন্যপদের বিবরণ
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মোট ২০০ টি শূন্যপদ রয়েছে। নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পত্রটি পাওয়া যাচ্ছে OPTCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
advertisement
advertisement
OPTCL-এ নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর, ২০২১ পর্যন্ত।
OPTCL-এ নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা -
জুনিয়র মেইনটেনেন্স ও অপারেটর ট্রেইনি হিসেবে নিয়োগ করা হবে প্রথমে ১ বছর। এই ট্রেইনিং পিরিয়ড সফলভাবে শেষ হলে জুনিয়র টেকনিশিয়ান পদে ৫ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের এর জন্য ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI করা হতে হবে। যারা KBK ও ওড়িশার পিছিয়ে পড়া জেলা থেকে আবেদন করবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
OPTCL-এ নিয়োগে এই ২ পদের বেতন
পে ম্যাট্রিক্স অনুযায়ী, ২২,৭০০ থেকে ৭২,০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। যার বেসিক পে হল ২২,৭০০ টাকা।
OPTCL-এ নিয়োগে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া
নিয়োগের ক্ষেত্রে প্রথমেই একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। তার পর স্কিল টেস্ট ও কেরিয়ার মার্কিং হবে। একটি মেরিট লিস্ট বের হবে, যেখানে কম্পিউটার বেসড টেস্ট ও কেরিয়াক মার্কিংয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে নাম দেওয়া থাকবে। টেস্টে ৮০ শতাংশ এবং কেরিয়ার মার্কিংয়ে ২০ শতাংশ যেন নম্বর থাকে, সেদিকে নজর দিতে হবে।
advertisement
OPTCL-এ নিয়োগে গুরুত্বপূর্ণ তথ্য
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এক বছর ট্রেনিং চলাকালীন সকলকে OPTCL-এর বিভিন্ন শাখার কাজ করতে হবে। পাশাপাশি চন্দাকা, ভুবনেশ্বরে OPTCL-এর ট্রেনিং সেন্টারে পাওয়ার ট্রেনিংয়েও থাকতে হতে পারে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
advertisement
সংস্থা - OPTCL
পদ - জুনিয়র মেইনটেনেন্স ও অপারেটর ট্রেইনি
শূন্যপদের সংখ্যা - ২০০
কাজের ধরন - চুক্তিভিত্তিক
যোগ্যতা - ইলেকট্রিশিয়ান ট্রেডে ITI
বয়স সীমা - জানানো হয়নি
আবেদন শুরু - আবেদন চলছে
আবেদনের শেষ তারিখ - ১৪ অক্টোবর
আবেদনের মাধ্যম - অনলাইন
আবেদনের ফি - জানানো হয়নি
নিয়োগ প্রক্রিয়া - কম্পিউটার বেসড পরীক্ষা ও কেরিয়ার মার্কিং
advertisement
কাজের স্থান - ওড়িশার বিভিন্ন OPTCL এর শাখায়
বেতন - পে ম্যাট্রিক্স অনুযায়ী, ২২,৭০০ থেকে ৭২,০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে; যার বেসিক পে হল ২২,৭০০ টাকা
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: শয়ে শয়ে শূন্যপদে নিয়োগের বড় সুযোগ! আবেদন চলছে, জেনে নিন খুঁটিনাটি...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement