আর এই বিষয়গুলি বর্তমান সময় অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়। ইন্টারনেটে ব্যবহৃত তথ্যগুলিকে নিরাপত্তা রাখার জন্য সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ। আর এই কোর্স হতে পারে বর্তমান সময়ে অন্যতম আয়ের সুযোগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, আর কয়েকদিন পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
advertisement
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেক শিক্ষার্থী নিজে নিজে জায়গায় প্রতিষ্ঠিত হতে চান আবার কেউ কেউ পড়াশোনার পাশাপাশি অবসর সময়ও আয়ের পথ খুঁজে পেতে চান। তবে বর্তমান সময়ের পেশাগত বেশ কিছু কোর্সের মধ্যে অন্যতম হল সাইবার সিকিউরিটি কোর্স। সাইবার সিকিউরিটি নিয়ে বিষয় নিয়ে পড়াশোনা করতে গেলে আর্টস ও সায়েন্স যে কোনও ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার বেসিক বিষয়ে জানা থাকলে সাইবার সিকিউরিটি কোর্স করা যেতে পারে।
বিভিন্ন ওয়েবসাইট হ্যাকিং প্রতিরোধ, সরকারি ও বেসরকারি অফিসের পাশাপাশি, পাবলিক সেক্টর, শপিং মল, স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং-সহ বিভিন্ন বিষয়ে অনলাইন হ্যাকিং প্রতিরোধে এই কোর্সের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আগামীদিনেও এই কোর্সে প্রশিক্ষন প্রাপ্তদের চাহিদা বৃদ্ধি পাবে। এই বিষয়টি মাথায় রেখে, যদি শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি কোর্স করেন তাহলে তাদের ক্যারিয়ার দীর্ঘায়িত হতে পারে।
জুলফিকার মোল্যা