অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক (SBI Clerk Exam Result 2021) (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট) নিয়োগের প্রাথমিক পর্বের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাঁরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in/career গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। SBI ক্লার্ক নিয়োগের প্রাথমিক পরীক্ষার আয়োজন করা হয়েছিল ১০ জুলাই থেকে ১৩ জুলাই এবং ২৮ অগাস্ট, ২০২১ তারিখ পর্যন্ত।
advertisement
SBI Clerk Exam Result 2021: পরবর্তী পরীক্ষা
প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে যে, উত্তীর্ণ পরীক্ষার্থীদের এর পর স্থানীয় ভাষায় দক্ষতামূলক পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত ভাবে কিছু বলা না হলেও খুব শীঘ্রই SBI এই বিষয়ে অফিসিয়াল নোটিশ দেবে।
SBI Clerk Exam Result 2021: বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য
এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, SBI মোট ৫০০০ পদে ক্লার্ক (জুনিয়র অ্যাসিস্ট্যান্ট) নিয়োগ করবে। এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ২৭ এপ্রিল থেকে এবং আবেদন করার জন্য সময় দেওয়া হয়েছিল ২০ মে, ২০২১ তারিখ পর্যন্ত। উল্লিখিত পদে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয় ২ জুন, ২০২১ তারিখে এবং জুলাই মাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
SBI Clerk Exam Result 2021: কী ভাবে ক্লার্ক পরীক্ষার ফলাফল দেখা যাবে?
স্টেপ-১ প্রথমে প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল (SBI Clerk Exam Result 2021) ওয়েবসাইটে sbi.co.in যেতে হবে।
স্টেপ-২ এর পর ওয়েবসাইটের কোরিয়ার বিভাগের অন্তর্গত কারেন্ট ওপেনিংস অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-৩ এখানে প্রার্থীরা Preliminary Exam Results’ given against RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES)’ লেখা একটি লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
স্টেপ-৪ এখানে প্রার্থীদের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে, সেটি পূরণ করলেই তাঁরা ক্লার্ক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
স্টেপ-৫ প্রার্থীদের ফলাফলের তালিকায় প্রদত্ত সমস্ত রকম তথ্য ভালোভাবে দেখে নিতে হবে, যাতে কোথাও ভুল তথ্য না থেকে যায়। ভবিষ্যতের সুবিধার্থে প্রার্থীরা রেজাল্টের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।