Zodiac Signs Personality: আপনি কতটা বুদ্ধির অধিকারী? সেটা বলে দেবে আপনার রাশি-ই!

Last Updated:

Zodiac Signs Personality: এক-একটা রাশির জাতক-জাতিকাদের স্বভাব, বুদ্ধি, আচরণ - এ সবই আলাদা আলাদা হয়।

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মেষ জাতক-জাতিকারা উপার্জনের নতুন পথ দেখতে পারবেন। তবে মন খানিক বিক্ষিপ্ত থাকতে পারে। রাগ এড়িয়ে চলতে পারলে ভালো।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মেষ জাতক-জাতিকারা উপার্জনের নতুন পথ দেখতে পারবেন। তবে মন খানিক বিক্ষিপ্ত থাকতে পারে। রাগ এড়িয়ে চলতে পারলে ভালো।
#কলকাতা: এক জন মানুষ কঠিন পরিস্থিতিতে পড়লে সেটাকে কী ভাবে কাটিয়ে উঠবেন, সেটা নির্ভর করে তাঁর বুদ্ধিমত্তার উপর। আর এক-এক জন মানুষ কতটা বুদ্ধির অধিকারী হয়, সেটা বোঝা যায় তার রাশি (Zodiac Signs Personality) থেকে। আসলে এক-একটা রাশির জাতক-জাতিকাদের স্বভাব, বুদ্ধি, আচরণ - এ সবই আলাদা আলাদা হয়। রাশিচক্রের ১২টা রাশির মধ্যে কে কতটা বুদ্ধির অধিকারী, সেই প্রসঙ্গে আলোচনা করব।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
শেখার মাধ্যমে বুদ্ধি অর্জন করতে পারে এই রাশির জাতক-জাতিকারা। আর এরা সব সময়ই নতুন কিছু শেখার চেষ্টা করে এবং জীবনে পরিবর্তন এলে সেটার সঙ্গেও সহজে মানিয়ে নিতে পারে। মেষ রাশির জাতক-জাতিকারা আসলে যেটা চায়, সেটাই করে থাকে। যার ফলে সেই কাজটা সব থেকে ভালো ভাবে করে আসতে পারে তারা।
advertisement
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
এই রাশির জাতক-জাতিকাদের একটা নিজস্বতা থাকে। এরা প্রতিভাবান এবং অনন্য হয়। বৃষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শুক্র গ্রহের প্রভাব বেশি। এই গ্রহের কারণে কোনও কিছুতেই হার মানতে চায় না এরা। সব সময় নতুন কিছু খুঁজে বার করার তাগিদ থাকে এদের। সেই সঙ্গে নিজেদের লক্ষ্যে পৌঁছনোর জন্য তাঁদের একটা নিজস্ব ধরন থাকে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
মিথুন রাশির জাতক-জাতিকারা  (Zodiac Signs Personality) যেন একটু দিশেহারা গোছের হয়। ঠিক কী করবে, সেটা বুঝে উঠতে পারে না। আর এদের শেখার একটা অন্য রকম পদ্ধতিই রয়েছে। এই রাশির জাতকেরা বেশ স্মার্ট প্রকৃতির হয়। কিন্তু লক্ষ্যে পৌঁছনোর জন্য লক্ষ্য স্থির করলেও তা পূরণ করতে বাধার সম্মুখীন হয় এরা।
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
কর্কট রাশির জাতক-জাতিকাদের মন পরিষ্কার হয়। এঁরা বেশ আত্মবিশ্বাসী প্রকৃতির হয়, ফলে নিজের যেটা ঠিক মনে হয়, সেটাই করে। এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী হয়, সেই সঙ্গে এরা সহজেই নিজের প্রয়োজনের জন্য অন্যের সঙ্গে সহজেই সম্পর্ক স্থাপন করতে পারে। আর যে হেতু এরা বুদ্ধিজীবী প্রকৃতির মানুষ, তাই সাফল্যের শিখরে খুব সহজেই পৌঁছতে পারে।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
এই রাশির জাতক-জাতিকারা অন্যের উপর প্রভাব বিস্তার করে সেই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ফলে স্বভাবের দিক থেকে এরা বেশ অদম্য হয়। সিংহ রাশির জাতক-জাতিকারা বাস্তব বুদ্ধিসম্মত ভাবে যে কোনও কাজ করে। আর এরা বেশ স্বতঃস্ফূর্ত।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
বুদ্ধির দিক থেকে এরা একটু দুর্বল প্রকৃতিরই হয়, ফলে এরা সিদ্ধান্ত নিতে পারে না। কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্যের উপর নির্ভর করে। কোনও পরিস্থিতি তৈরি হলে কন্যা রাশির জাতক-জাতিকারা সেটা নিয়ে এতটাই ভাবতে বসে যায় যে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারে না। অনেক সময় এতটাই দেরি হয়ে যায় যে, তাদের বুদ্ধিমত্তা আর কাজে লাগে না।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
এই রাশির জাতক-জাতিকারা দারুণ বুদ্ধির অধিকারী হয়। আসলে তুলা রাশির উপর শুক্র গ্রহের প্রভাব বেশি হয়। তাই এই রাশির মানুষজনেরা কোনটা ভুল আর কোনটা ঠিক, সেটা সহজেই বুঝতে পারে। এরা সৃজনশীলতার মাধ্যমেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায়।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
আসলে জন্মসূত্রে বুদ্ধিমত্তাও আসে। ফলে বলা যায় যে, বৃশ্চিক রাশির জাতকেরা জন্মসূত্রেই দারুণ বুদ্ধির অধিকারী হয়। অনেক বিষয়ে এদের জ্ঞানের ভাণ্ডার বেশ পরিপূর্ণ। যা তারা সকলের সঙ্গে ভাগ করে নিতে চায়। শিক্ষক-শিক্ষিকা হিসেবে এরা দারুণ হয়।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
কঠোর পরিশ্রমী হয় ধনু রাশির জাতক-জাতিকারা। সহজেই অন্যান্য মানুষদের এবং পরিস্থিতি বুঝতে পারে এরা। আর কঠোর শ্রমের জন্য এরা খুব সহজেই যে কোনও বিষয়ে সাফল্য লাভ করে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
মকর রাশির জাতক-জাতিকাদের স্বভাব ও প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য বিরাজ করে। এদের ব্যবসায়িক বুদ্ধি সাংঘাতিক। এরা সব থেকে বেশি সফল হয় কারণ মকর রাশির মানুষজন খুবই বুঝে-শুনে চলেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
কোনও কিছু বিশ্লেষণ করার বুদ্ধি সব থেকে বেশি পরিমাণে থাকে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে। এরা সৃজনশীল এবং বেশ স্মার্ট প্রকৃতির হয়। আর খুব ঠাণ্ডা মাথায় নিজের কাজ করে থাকে কুম্ভ রাশির জাতকেরা  (Zodiac Signs Personality)।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
এই রাশির জাতক-জাতিকারা বেশ আবেগপ্রবণ প্রকৃতির হয়। আর আবেগপ্রবণ হলেও এরা কিন্তু পরিণত বুদ্ধির অধিকারী হয়। কোনও মানুষকে ভালোবাসলে নিজের কথা প্রথমে ভাবে না মীন রাশির জাতক-জাতিকারা। এদের উদ্দেশ্যর মধ্যে কোনও খাদ থাকে না। ফলে সহজেই সাফল্য অর্জন করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Zodiac Signs Personality: আপনি কতটা বুদ্ধির অধিকারী? সেটা বলে দেবে আপনার রাশি-ই!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement