LIC Scheme: মাত্র ২৯ টাকা করে জমা করে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে...

Last Updated:

(LIC Scheme) ম্যাচিউরিটিতে কীভাবে মিলবে ৪ লক্ষ টাকা ?

#নয়াদিল্লি: প্রত্যেকের জীবন বিমা (LIC Scheme) করিয়ে রাখা দরকার ৷ ইনস্যুরেন্স করা থাকলে সেভিংসের পাশাপাশি লাইফ কভারের সুবিধাও পাওয়া যাবে ৷ দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে একাধিক নতুন স্কিম লঞ্চ করে থাকে ৷ আপনি আপনার সুবিধা ও দরকার অনুযায়ী সেই সমস্ত স্কিমে টাকা ইনভেস্ট করে লাভবান হতে পারবেন ৷
LIC-র আধার শিলা (Aadhaar Shila Plan) এরকমই একটি প্ল্যান ৷ এই স্কিমটি বিশেষ করে মহিলাদের জন্য আনা হয়েছে ৷
advertisement
কত টাকা ইনভেস্ট করতে হবে ?
Aadhaar Shila Plan প্ল্যানে বেসিক সাম অ্যাসিউর্ড ন্যূনতম ৭৫০০০ টাকা ও অধিকতম ৩ লক্ষ টাকার হয় ৷ পলিসির সময়সীমা ন্যূনতম ১০ বছর এবং অধিকতম ২০ বছর ৷ এলআইসি-র এই প্ল্যানে  (LIC Scheme)  ৮ থেকে ৫৫ বছরের মহিলারা ইনভেস্ট করতে পারবেন ৷ প্ল্যান ম্যাচিউর হওয়ার সময় বিনিয়োগকারীর বয়স অধিকতম ৭০ হতে পারে ৷ এই পলিসিতে প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ছ’মাসে বা বার্ষিক হিসেবে দেওয়া যেতে পারে ৷
advertisement
ম্যাচিউরিটিতে কীভাবে মিলবে ৪ লক্ষ টাকা ?
আপনার বয়স ৩১ বছর হলে এবং এখানে ২০ বছরের জন্য প্রতিদিন ২৯ টাকা করে ইনভেস্ট করলে প্রথম বছরে জমা করতে হবে ১০,৯৫৯ টাকা ৷ আগামী বছর ১০৭২৩ টাকা দিতে হবে ৷ এই ভাবে ২০ বছরে আপনি জমা করে ফেলবেন ২,১৪,৬৯৬ টাকা এবং ম্যাচিউরিটির সময় পেয়ে যাবেন ৩,৯৭,০০০ টাকা ৷
advertisement
কে এই  (LIC Scheme) পলিসিতে ইনভেস্ট করতে পারবেন?
  • এই যোজনায় ইনভেস্ট করার জন্য ন্যূনতম বয়স ৮ হতে হবে
  • অধিকতম বয়স ৫৫ বছরের মহিলা এই পলিসিতে ইনভেস্ট করতে পারবেন
  • ম্যাচিউরিটির সময় পলিসি হোল্ডারের বয়স ৭০ বছরের বেশি হতে পারবে না
  • সেভিংসের পাশাপাশি লাইফ কভার দিয়ে থাকে এই পলিসি
  • পলিসি ম্যাচিউর হয়ে গেলে এককালীন টাকা দিয়ে দেওয়া হয় পলিসি হোল্ডারকে
advertisement
LIC -র Aadhaar Shila Plan একটি গ্যারেন্টিড রিটার্ন এনডাউমেন্ট প্ল্যান ৷ এটি মার্কেটের সঙ্গে যুক্ত যোজনা নয় ৷ এখানে বোনাসের সুবিধা দেওয়া হয় ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC Scheme: মাত্র ২৯ টাকা করে জমা করে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement