LIC Scheme: মাত্র ২৯ টাকা করে জমা করে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
(LIC Scheme) ম্যাচিউরিটিতে কীভাবে মিলবে ৪ লক্ষ টাকা ?
#নয়াদিল্লি: প্রত্যেকের জীবন বিমা (LIC Scheme) করিয়ে রাখা দরকার ৷ ইনস্যুরেন্স করা থাকলে সেভিংসের পাশাপাশি লাইফ কভারের সুবিধাও পাওয়া যাবে ৷ দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন সময়ে একাধিক নতুন স্কিম লঞ্চ করে থাকে ৷ আপনি আপনার সুবিধা ও দরকার অনুযায়ী সেই সমস্ত স্কিমে টাকা ইনভেস্ট করে লাভবান হতে পারবেন ৷
LIC-র আধার শিলা (Aadhaar Shila Plan) এরকমই একটি প্ল্যান ৷ এই স্কিমটি বিশেষ করে মহিলাদের জন্য আনা হয়েছে ৷
advertisement
কত টাকা ইনভেস্ট করতে হবে ?
Aadhaar Shila Plan প্ল্যানে বেসিক সাম অ্যাসিউর্ড ন্যূনতম ৭৫০০০ টাকা ও অধিকতম ৩ লক্ষ টাকার হয় ৷ পলিসির সময়সীমা ন্যূনতম ১০ বছর এবং অধিকতম ২০ বছর ৷ এলআইসি-র এই প্ল্যানে (LIC Scheme) ৮ থেকে ৫৫ বছরের মহিলারা ইনভেস্ট করতে পারবেন ৷ প্ল্যান ম্যাচিউর হওয়ার সময় বিনিয়োগকারীর বয়স অধিকতম ৭০ হতে পারে ৷ এই পলিসিতে প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ছ’মাসে বা বার্ষিক হিসেবে দেওয়া যেতে পারে ৷
advertisement
ম্যাচিউরিটিতে কীভাবে মিলবে ৪ লক্ষ টাকা ?
আপনার বয়স ৩১ বছর হলে এবং এখানে ২০ বছরের জন্য প্রতিদিন ২৯ টাকা করে ইনভেস্ট করলে প্রথম বছরে জমা করতে হবে ১০,৯৫৯ টাকা ৷ আগামী বছর ১০৭২৩ টাকা দিতে হবে ৷ এই ভাবে ২০ বছরে আপনি জমা করে ফেলবেন ২,১৪,৬৯৬ টাকা এবং ম্যাচিউরিটির সময় পেয়ে যাবেন ৩,৯৭,০০০ টাকা ৷
advertisement
কে এই (LIC Scheme) পলিসিতে ইনভেস্ট করতে পারবেন?
- এই যোজনায় ইনভেস্ট করার জন্য ন্যূনতম বয়স ৮ হতে হবে
- অধিকতম বয়স ৫৫ বছরের মহিলা এই পলিসিতে ইনভেস্ট করতে পারবেন
- ম্যাচিউরিটির সময় পলিসি হোল্ডারের বয়স ৭০ বছরের বেশি হতে পারবে না
- সেভিংসের পাশাপাশি লাইফ কভার দিয়ে থাকে এই পলিসি
- পলিসি ম্যাচিউর হয়ে গেলে এককালীন টাকা দিয়ে দেওয়া হয় পলিসি হোল্ডারকে
advertisement
LIC -র Aadhaar Shila Plan একটি গ্যারেন্টিড রিটার্ন এনডাউমেন্ট প্ল্যান ৷ এটি মার্কেটের সঙ্গে যুক্ত যোজনা নয় ৷ এখানে বোনাসের সুবিধা দেওয়া হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2021 12:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC Scheme: মাত্র ২৯ টাকা করে জমা করে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা! দেখে নিন কীভাবে...