হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
মাত্র ১ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৮ লক্ষ টাকা!

New Business Idea: মাত্র ১ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৮ লক্ষ টাকা!

কম সময়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন এই ব্যবসা করে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বেশি টাকা আয় করার স্বপ্ন দেখছেন ? তাহলে এক ঘেঁয়ে চাকরি ছেড়ে নিজের ব্যবসা (Starting own business) শুরর করার কথা ভাবতেই পারেন ৷ এর জন্য রয়েছে দুর্দান্ত একটি আইডিয়া (New Business Idea) ৷ এখানে কম টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আয় করবেন মোটা অঙ্কের টাকা (Earn money), তাও আবার অত্যন্ত কম সময়ে ৷ কম সময়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন শশার চাষ করে ৷ শশা চাষ বেশ লাভজনক ৷ ফলে কৃষকবন্ধুরা এখন ধান তোলার পর সেই জমিতেই শশা চাষ করছেন ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/pm-kisan-beneficiaries-can-get-4000-rupees-by-following-these-three-steps-dc-662518.html

শশার চাষ করতে সময় লাগে মোট ৬০ থেকে ৮০ দিন ৷ সাধারনত গ্রীষ্মকালে চাষ করা হলেও বর্ষাতেও শশার ভাল ফসল হয় ৷ শশা চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনও মাটিতে শশা চাষ করা যায় ৷ চাষের জন্য মাটির পিএইচ ৫.৫ থেকে ৬.৮ ভাল মনে করা হয় ৷ নদী বা জলাশয়ের ধারেও শশা চাষ করা যায় ৷

সাধারন ভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শশার বীজ বপন করা ভাল।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/from-1st-october-cheque-books-of-these-banks-will-be-invalid-dc-662134.html

উত্তরপ্রদেশ বাসিন্দা দুর্গাপ্রসাদ শশার চাষ করে (New Business Idea) লক্ষ লক্ষ টাকা আয় করছেন বলে জানা গিয়েছে ৷ তিনি জানিয়েছেন শশা চাষ করে মাত্র ৪ মাসে ৮ লক্ষ টাকা আয় করেছেন ৷ জমিতে নেদারল্যান্ডের শশার চাষ করেছেন দুর্গাপ্রসাদ ৷ এর বিশেষত্ব হচ্ছে এই শশায় বীজ থাকে না ৷ ফলে বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় এর বিপুল চাহিদা রয়েছে ৷ সরকারের থেকে ১৮ লক্ষ টাকার সাবসিডি পেয়ে জমিতে সেডনেট হাউস তৈরি করেছিলেন ৷ সাবসিডি নেওয়ার পর তাঁকে মাত্র ৬ লক্ষ টাকা খরচ করতে হয়েছে ৷ এছাড়া নেদারল্যান্ড থেকে তিনি ৭২ হাজার টাকার বীজ আনিয়েছিলেন ৷ বীজ লাগানোর ৪ মাস পর প্রায় ৮ লক্ষ টাকার শশা বিক্রি করেছেন ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/pm-kisan-yojona-beneficiaries-might-get-12000-rupees-annually-instead-of-6000-rupees-dc-662006.html

এই শশার দাম অন্যান্য শশার থেকে প্রায় দ্বিগুণ (New Business Idea) ৷ দেশি শশা ২০ টাকা কিলো হিসেবে বিক্রি হলে নেদারল্যান্ড থেকে আনা বীজের শশা প্রায় ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কিলো হিসেবে বিক্রি হচ্ছে ৷ শশার চাহিদা সারা বছরই থাকে ৷ আর মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেতে পারে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Cucumber Farming, New Business Idea