New Business Idea: মাত্র ১ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৮ লক্ষ টাকা!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কম সময়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন এই ব্যবসা করে ৷
#নয়াদিল্লি: বেশি টাকা আয় করার স্বপ্ন দেখছেন ? তাহলে এক ঘেঁয়ে চাকরি ছেড়ে নিজের ব্যবসা (Starting own business) শুরর করার কথা ভাবতেই পারেন ৷ এর জন্য রয়েছে দুর্দান্ত একটি আইডিয়া (New Business Idea) ৷ এখানে কম টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আয় করবেন মোটা অঙ্কের টাকা (Earn money), তাও আবার অত্যন্ত কম সময়ে ৷ কম সময়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন শশার চাষ করে ৷ শশা চাষ বেশ লাভজনক ৷ ফলে কৃষকবন্ধুরা এখন ধান তোলার পর সেই জমিতেই শশা চাষ করছেন ৷
শশার চাষ করতে সময় লাগে মোট ৬০ থেকে ৮০ দিন ৷ সাধারনত গ্রীষ্মকালে চাষ করা হলেও বর্ষাতেও শশার ভাল ফসল হয় ৷ শশা চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কোনও মাটিতে শশা চাষ করা যায় ৷ চাষের জন্য মাটির পিএইচ ৫.৫ থেকে ৬.৮ ভাল মনে করা হয় ৷ নদী বা জলাশয়ের ধারেও শশা চাষ করা যায় ৷
advertisement
advertisement
সাধারন ভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শশার বীজ বপন করা ভাল।
উত্তরপ্রদেশ বাসিন্দা দুর্গাপ্রসাদ শশার চাষ করে (New Business Idea) লক্ষ লক্ষ টাকা আয় করছেন বলে জানা গিয়েছে ৷ তিনি জানিয়েছেন শশা চাষ করে মাত্র ৪ মাসে ৮ লক্ষ টাকা আয় করেছেন ৷ জমিতে নেদারল্যান্ডের শশার চাষ করেছেন দুর্গাপ্রসাদ ৷ এর বিশেষত্ব হচ্ছে এই শশায় বীজ থাকে না ৷ ফলে বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় এর বিপুল চাহিদা রয়েছে ৷ সরকারের থেকে ১৮ লক্ষ টাকার সাবসিডি পেয়ে জমিতে সেডনেট হাউস তৈরি করেছিলেন ৷ সাবসিডি নেওয়ার পর তাঁকে মাত্র ৬ লক্ষ টাকা খরচ করতে হয়েছে ৷ এছাড়া নেদারল্যান্ড থেকে তিনি ৭২ হাজার টাকার বীজ আনিয়েছিলেন ৷ বীজ লাগানোর ৪ মাস পর প্রায় ৮ লক্ষ টাকার শশা বিক্রি করেছেন ৷
advertisement
এই শশার দাম অন্যান্য শশার থেকে প্রায় দ্বিগুণ (New Business Idea) ৷ দেশি শশা ২০ টাকা কিলো হিসেবে বিক্রি হলে নেদারল্যান্ড থেকে আনা বীজের শশা প্রায় ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কিলো হিসেবে বিক্রি হচ্ছে ৷ শশার চাহিদা সারা বছরই থাকে ৷ আর মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2021 9:54 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: মাত্র ১ লক্ষ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ৮ লক্ষ টাকা!