PM Kisan: এই ৩টি সহজ উপায়ে কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে ৪০০০ টাকা, দেখে নিন কী করতে হবে

Last Updated:

PM KISAN: আপনি যদি এখনও পিএম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন তাহলে ৩০ সেপ্টেম্বরের আগে অবশ্যই করে নিন ৷

#নয়াদিল্লি: PM KISAN-এর সুবিধাভোগী কৃষকদের জন্য বড় সুখবর ৷ পিএম কিষান যোজনার নবম কিস্তির টাকা না পেয়ে থাকলে একবারে পেয়ে যেতে পারেন ৪০০০ টাকা ৷ কৃষকদের অ্যাকাউন্টে এক সঙ্গে দুটি কিস্তির টাকা চলে আসতে পারে ৷ এর জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে ৷ অর্থাৎ আপনি যদি এখনও পিএম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন তাহলে ৩০ সেপ্টেম্বরের আগে অবশ্যই করে নিন ৷
আপনার আবেদন জমা করলে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে অক্টোবর ও নভেম্বর মাসে ২০০০ টাকা অ্যাকাউন্টে চলে আসবে ৷ এরপর ডিসেম্বর মাসেও ২০০০ টাকার কিস্তি (PM Kisan installment) আপনার অ্যাকাউন্টে চলে আসবে ৷ অর্থাৎ কৃষকরা সরাসরি ৪০০০ টাকা পেয়ে যাবেন ৷
advertisement
পিএম কিষান সম্মান নিধি যোজনায় (PM KISAN) মোদি সরকার সুবিধাভগী কৃষক পরিবারদের বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করে থাকে ৷ এই টাকা তিনটি কিস্তিতে (PM Kisan installment) সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷
advertisement
স্টেপ ১-
  • রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছে জমির কাগজপত্র থাকতে হবে
  • এছাড়া আধার কার্ড, আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাড্রেস প্রুফ, জমি সংক্রান্ত কাগজ ও পাসপোর্ট সাইজ ছবি লাগবে
স্টেপ ২-
  • পিএম কিষান সম্মান নিধি যোজনায় (PM KISAN) অনলাইনে রেজিস্ট্রেশন করাতে পারবেন
  • এরপর পিএম কিষানের ওয়েবসাইটে (https://pmkisan.gov.in/) নিউ রেজিস্ট্রেশনের বিকল্পে ক্লিক করতেই নতুন পেজ খুলে যাবে
  • নতুন পেজে আপনার আধার নম্বর লিখতেই রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে
  • রেজিস্ট্রেশনে ফর্মে সমস্ত তথ্য দিতে হবে ৷ যেমন আপনি কোনও রাজ্যের বাসিন্দা, জেলার নাম, গ্রামের বা পঞ্চায়েতের নাম ৷ এছাড়া কৃষকদের নিজেদের নাম, লিঙ্গ, ক্যাটাগরি, আধার কার্ডের তথ্য দিতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে যেখানে টাকা ট্রান্সফার করা হবে ৷ আপনার IFSC কোড, ঠিকানা, মোবাইল নম্বর, জন্মতারিখ ইত্যাদি দিতে হবে
  • সমস্ত তথ্য দেওয়ার পর সেগুলি সেভ করতে হবে
  • এরপর ফর্ম সাবমিট করে দিতে হবে
advertisement
স্টেপ ৩-
  • ফোন করে সাহায্য নিতে পারবেন
  • আপনার যদি কোনও ধরনের সমস্যা হয় তাহলে পিএম কিষানের কাস্টোমার কেয়ার নম্বরে ফোন করে জানতে পারবেন ৷ পিএম কিষানের হেল্পলাইন নম্বর 011-24300606
২০১৯ এ শুরু হয়েছিল যোজনা
মোদি সরকার ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে পিএম কিষান সম্মান নিধি যোজনা শুরু করেছিল ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য  (PM Kisan installment) দেওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই ৩টি সহজ উপায়ে কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে ৪০০০ টাকা, দেখে নিন কী করতে হবে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement