#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলির তরফে বুধবার পেট্রোল ও ডিজেলের (Petrol Price Today )নতুন দাম জারি করে দেওয়া হয়েছে ৷ এদিনও অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷ এই নিয়ে লাগাতার ১৭ দিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ এর আগে শেষবার ৫ সেপ্টেম্বর তেল সংস্থার তরফে তেলের দাম লিটারপ্রতি ১৫ পয়সা কমানো হয়েছিল ৷ এরপর তেলের দাম না বাড়ানো হয়েছে না কমানো হয়েছে ৷
IOCL এর তরফে জানানো হয়েছে, এদিন দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১.১৯ এবং ডিজেল ৮৮.৬২ টাকায় স্থির রয়েছে ৷ অনুমান করা হচ্ছে আগামী দিনে কম করা হতে পারে তেলের দাম ৷
GST -তে সামিল করা হবে না পেট্রোল ও ডিজেল (Petrol Price Today)
শুক্রবার ১৭ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন,‘বর্তমানে পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়ে আলোচনা করার সঠিক সময় না ৷ রাজস্ব সংক্রান্ত একাধিক বিষয়ে খতিয়ে দেখতে হবে ৷ বৈঠকের সময় এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়নি ৷’
দেখে নিন এদিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
এই ভাবে চেক করুন আপনার শহরে পেট্রোল ও ডিজেলর দাম (Petrol Price Today)
দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol Price Today