TRENDING:

C-DAC Recruitment 2021: ২৫৯টি শূন্যপদে নিয়োগের বড় সুযোগ, শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া...

Last Updated:

C-DAC Recruitment 2021: প্রজেক্ট ইঞ্জিনিয়র, প্রজেক্ট অ্যাসোসিয়েট ও প্রজেক্ট সাপোর্ট স্টাফ- এই তিনটি পদে নিয়োগ করতে চলেছে C-DAC।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: প্রজেক্ট ইঞ্জিনিয়র-সহ একাধিক পদে নিয়োগ করতে চলেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (Centre for Development of Advanced Computing)। আবেদন করা যাচ্ছে C-DAC-এর অফিসিয়াল ওয়েবসাইট cdac.in-এ।
advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, মোট তিনটি পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রত্যেককে চুক্তির ভিত্তিতে সংস্থার পুণে সেন্টারের জন্য নিয়োগ করা হবে।

আরও খবর : বেতন ৬৩,৮৪০ টাকা! গ্র্যাজুয়েটদের জন্য SIB PO পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ!

C-DAC-এ নিয়োগে শূন্যপদের বিবরণ

প্রজেক্ট ইঞ্জিনিয়র, প্রজেক্ট অ্যাসোসিয়েট ও প্রজেক্ট সাপোর্ট স্টাফ- এই তিনটি পদে নিয়োগ করতে চলেছে C-DAC। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ২৫৯টি। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই ২৫৯ টি শূন্যপদের মধ্যে-

advertisement

১. প্রজেক্ট ইঞ্জিনিয়র পদে রয়েছে ২৪৯টি শূন্যপদ

২. প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে রয়েছে ৪টি শূন্যপদ

৩. প্রজেক্ট সাপোর্ট স্টাফ-এ রয়েছে ২টি শূন্যপদ

C-DAC-এ নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৫৯টি পদেই আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২০২১। আবেদন করা যাচ্ছে অনলাইনেই।

C-DAC-এ নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা :

advertisement

১. আবেদনের জন্য প্রার্থীকে AICTE বা UGC থেকে অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার কোর্সে পাশ করতে হবে। কোনও অটোনমাস শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোর্স করলে তা ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত হতে হবে এবং ইন্টারভিউয়ের সময় সার্টিফিকেট দেখাতে হবে।

২. কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে CGPA/OGPA বা লেটার (A, A+) দেওয়া হলে তার সমতুল্য কোনও পার্সেন্টেজ উল্লেখ করতে হবে আবেদন পত্রে।

advertisement

আরও খবর : আধার কার্ডের সংস্থায় অফিসার, সেক্রেটারি নিয়োগ চলছে; আবেদনের শেষ তারিখ কবে?

C-DAC-এ নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা

১. SC/ST/OBC, প্রতিবন্ধী বা এক্স-সার্ভিসম্যানদের জন্য ভারত সরকারের নিয়ম মেনে বয়সে ছাড় দেওয়া হবে।

২. সরকারি চাকুরেরা বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় পাবে।

C-DAC-এ নিয়োগে শূন্যপদে আবেদনের ফি

নিয়োগে শূন্যপদে আবেদনের ফিআবেদনের জন্য প্রত্যেককে ৫০০ টাকা করে দিতে হবে। যা অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে।

advertisement

আবেদনের জন্য SC/ST/PWD /EWS-দের কোনও ফি দিতে হবে না।

এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থী যদি মহিলা হন, তা হলে তাঁকেও ফি বাবদ কোনও টাকা দিতে হবে না।

সংস্থার তরফে জানানো হয়েছে, ফি জমা দেওয়ার ক্ষেত্রে কোনও ক্যাশ, চেক বা DD গ্রহণ করা হবে না। সঙ্গে মনে রাখতে হবে আবেদনপত্রের ফি ফেরতযোগ্য নয়।

C-DAC-এ নিয়োগ প্রক্রিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আবেদনকারীদের প্রথমেই একটি লিখিত পরীক্ষা দিতে হবে। তার পর সেখান থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
C-DAC Recruitment 2021: ২৫৯টি শূন্যপদে নিয়োগের বড় সুযোগ, শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল