TRENDING:

BEL Recruitment 2021: ভারত ইলেকট্রনিকস্-এ প্রচুর পদে ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ! রইল যাবতীয় তথ্য

Last Updated:

BEL Recruitment 2021: মোট ৮৮টি শূন্য পদে ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রোজেক্ট নিয়োগ করবে ভারত ইলেকট্রনিকস্ লিমিটেড। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। যা চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতইলেকট্রনিকস্লিমিটেডের তরফে (Bharat Electronics Limited ) এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা BEL-এর অফিসিয়াল ওয়েবসাইটেwww.bel-india.inগিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/banks-to-remain-close-for-13-days-in-the-month-of-october-due-to-festivals-dc-672797.html

BEL Recruitment 2021: আবেদনের তারিখ--

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ২৭ অক্টোবর, ২০২১ পর্যন্ত আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। অনলাইনেই আবেদনপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। আর এই পদের আবেদনপত্র BEL-এর অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে।

BEL Recruitment 2021: বিশেষ ঘোষণা--

প্রার্থীদের মূলত এই প্রতিষ্ঠানের পঞ্চকুলায় অবস্থিত ইউনিটে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে।

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/give-premium-once-and-get-monthly-pension-for-entire-life-dc-672777.html

BEL Recruitment 2021: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ--

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মোট ৮৮টি শূন্য পদরয়েছে।

ট্রেনি ইঞ্জিনিয়ার-I: ৫৫টি পদ

প্রজেক্ট ইঞ্জিনিয়ার-I: ৩৩ টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য--

সংস্থা: ভারত ইলেকট্রনিকস্ লিমিটেড (BEL)

পদের নাম: ট্রেনি ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার

শূন্যপদের সংখ্যা: ৮৮

advertisement

কাজের স্থান: পঞ্চকুলা ইউনিট

কাজের ধরন: চুক্তি ভিত্তিক

নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ২৭.১০.২০২১

BEL Recruitment 2021: আবেদন ফি--

ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে আবেদনের জন্য প্রার্থীদের ২০০ টাকা এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য ৫০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।

advertisement

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি এই লিঙ্কেhttps://register.cbtexams.in/BEL/Panchkula/ক্লিক করে আবেদন করতে পারেন।

BEL Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?

স্টেপ-১ BEL-এর অফিসিয়াল ওয়েবসাইটেwww.belindia.inগিয়ে হোমপেজের কেরিয়ার ট্যাব অপশনে ক্লিক করতে হবে।

advertisement

স্টেপ-২ নোটিফিকেশনের লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করাতে হবে।

স্টেপ-৩ এর পর সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে আবেদন ফি-সহ জমা করাতে হবে।

স্টেপ-৪ আবেদন করার আগে সম্পূর্ণ নোটফিকেশনটি ভালো করে পড়ে নেওয়াই বাঞ্ছনীয়। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/sbi-digital-services-to-be-disrupted-for-120-minutes-for-3-days-dc-672784.html

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
BEL Recruitment 2021: ভারত ইলেকট্রনিকস্-এ প্রচুর পদে ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ! রইল যাবতীয় তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল