BEL Recruitment 2021: আবেদনের তারিখ--
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ২৭ অক্টোবর, ২০২১ পর্যন্ত আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। অনলাইনেই আবেদনপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। আর এই পদের আবেদনপত্র BEL-এর অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে।
BEL Recruitment 2021: বিশেষ ঘোষণা--
প্রার্থীদের মূলত এই প্রতিষ্ঠানের পঞ্চকুলায় অবস্থিত ইউনিটে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে।
advertisement
BEL Recruitment 2021: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ--
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মোট ৮৮টি শূন্য পদরয়েছে।
ট্রেনি ইঞ্জিনিয়ার-I: ৫৫টি পদ
প্রজেক্ট ইঞ্জিনিয়ার-I: ৩৩ টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য--
সংস্থা: ভারত ইলেকট্রনিকস্ লিমিটেড (BEL)
পদের নাম: ট্রেনি ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ৮৮
কাজের স্থান: পঞ্চকুলা ইউনিট
কাজের ধরন: চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২৭.১০.২০২১
BEL Recruitment 2021: আবেদন ফি--
ট্রেনি ইঞ্জিনিয়ার-I পদে আবেদনের জন্য প্রার্থীদের ২০০ টাকা এবং প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য ৫০০ টাকা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি এই লিঙ্কেhttps://register.cbtexams.in/BEL/Panchkula/ক্লিক করে আবেদন করতে পারেন।
BEL Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১ BEL-এর অফিসিয়াল ওয়েবসাইটেwww.belindia.inগিয়ে হোমপেজের কেরিয়ার ট্যাব অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ-২ নোটিফিকেশনের লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করাতে হবে।
স্টেপ-৩ এর পর সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করে আবেদন ফি-সহ জমা করাতে হবে।
স্টেপ-৪ আবেদন করার আগে সম্পূর্ণ নোটফিকেশনটি ভালো করে পড়ে নেওয়াই বাঞ্ছনীয়। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারলে ভালো।