Bank Holidays: আগামী ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

Last Updated:

অক্টোবর ২০২১-এ ব্যাঙ্কের ছুটির লিস্ট (Bank Holidays in October 2021)

#নয়াদিল্লি: নবরাত্রী ও দুর্গাপুজোর সঙ্গে দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে ৷ এর জেরে আগামী বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি (Bank Holidays in October 2021) ৷ রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ তবে এই ১৩ দিন সব রাজ্যের আলাদা আলাদা ছুটি মিলিয়ে হিসেব করা হয়েছে ৷ ব্যাঙ্কের শাখায় গিয়ে কোনও কাজ থাকলে তাহলে অবশ্যই আগে ছুটির লিস্ট দেখে নিন ৷
অক্টোবর মাসের ব্যাঙ্কের পুরো ছুটির লিস্ট (Bank Holidays in October 2021) দেখে নিন ৷ সেই অনুযায়ী নিজের কাজ প্ল্যান করে নিন ৷ তাহলে আর সমস্যায় পড়তে হবে না দ্বিতীয় শনিবার হওয়ায় ৯ অক্টোবর দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ ছিল ৷ ১০ অক্টোবর রবিবার হওয়ায় সেদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এবার নিজের রাজ্যের হিসেবে দেখে নিন আর কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
advertisement
advertisement
অক্টোবর ২০২১-এ ব্যাঙ্কের ছুটির লিস্ট (Bank Holidays in October 2021) 
  1. দুর্গাপুজোর মহাসপ্তমী ১২ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ থাকবে আগরতলা ও পশ্চিমবঙ্গে
  2. মহাঅষ্টমী ১৩ অক্টোবর আগরতলা, পশ্চিমবঙ্গ-সহ ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, পটনা ও রাঁচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  3. মহানবমী ১৪ অক্টোবরে আগরতলা, ভুবনেশ্বর, পশ্চিমবঙ্গ, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, লখনউ, শিলং, শ্রীনগর, তিরুঅন্ততপুরম, পটনা ও রাঁচিতে ব্যাঙ্কের ছুটি থাকবে
  4. দশমী ১৫ অক্টোবরে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে ৷ তবে ইম্ফল ও সিমলায় ব্যাঙ্ক খোলা থাকবে
  5. ১৬ অক্টোবর গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  6. ১৭ অক্টোবর রবিবার দেশজুড়ে ছুটি থাকবে ব্যাঙ্ক
  7. ১৮ অক্টোবর কাটি বিহুর জন্য গুয়াহাটিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  8. ইদ-এ মিলাদের জন্য ১৯ অক্টোবর বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এদিন আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর ও তিরুঅন্ততপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  9. মহর্ষি বাল্মিকী জয়ন্তী ২০ অক্টোবর আগরতলা, বেঙ্গালুরু, চন্ডীগড়, কলকাতা ও সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
  10. ২২ অক্টোবর ইদে মিলাদের পর প্রথম জুম্মা হওয়ায় জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে
  11. এরপর ২৩ অক্টোবর চতুর্থ শনিবার ও ২৪ অক্টোবর রবিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  12. ২৬ অক্টোবর জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  13. ৩১ অক্টোবর রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
advertisement
আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/sbi-digital-services-to-be-disrupted-for-120-minutes-for-3-days-dc-672771.html
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: আগামী ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement