LIC Policy: মাত্র একবার প্রিমিয়াম দিলে সারাজীবন প্রতি মাসে পেয়ে যাবেন ১২০০০ টাকা !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কী কী সুবিধা মিলবে এই পেনশন যোজনায় (LIC Saral Pension Yojana)
#নয়াদিল্লি: আপনিও কী পেনশন যোজনা নেওয়ার পরিকল্পনা করছেন ? তাহলে লাইফ ইনস্যুরেন্স সংস্থা (LIC) নিয়ে এসেছে একটি ধামাকেদার পেনশন প্ল্যান ৷ নাম সরল পেনশন যোজনা (Saral Pension Yojana) ৷ এই পলিসিতে কেবল একবার প্রিমিয়াম দিলে সারা জীবন পেয়ে যাবেন পেনশন ৷ LIC সরল পেনশন যোজনা একটি সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান ৷ এই যোজনা ১ জুলাই শুরু করা হয়েছিল ৷
সরল পেনশন যোজনা নেওয়ার দুটি পদ্ধতি রয়েছে - LIC সরল পেনশন যোজনা দু’ধরনের হয় ৷
advertisement
সিঙ্গল লাইফ- এখানে পলিসি কেবল একজনের নামে হবে ৷ অর্থাৎ এই পেনশন যোজনা কেবল একজনের সঙ্গে যুক্ত হবে ৷ পলিসি হোল্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত পেনশন পাবেন ৷ এরপর নমিনি বেস প্রিমিয়াম পাবেন ৷
advertisement
জয়েন্ট লাইফ- এই যোজনায় স্বামী ও স্ত্রী দু’জনের কভারেজ থাকবে ৷ এখানে স্বামী ও স্ত্রীর মধ্যে যে বেশি দিন বেঁচে থাকবেন তিনি পেনশন পাবেন আজীবন৷ দু’জনের মৃত্যুর পর নমিনি পেয়ে যাবেন বেস প্রাইস ৷
কী কী সুবিধা মিলবে এই পেনশন যোজনায় (LIC Saral Pension Yojana)
১. পলিসি নেওয়ার সঙ্গে সঙ্গে পলিসি হোল্ডারের পেনশন শুরু হয়ে যাবে
advertisement
২. এটা আপনার উপর নির্ভর করবে যে এই পেনশন আপনি ত্রৈমাসি, ছ’মাস না বার্ষিক হিসেবে নিতে চান ৷ এই বিকল্প আপনি নিজে সিলেক্ট করতে পারবেন
৩. এই পেনশন অনলাইন এবং অফলাইন দুই ভাবেই এই পলিসি নেওয়া যেতে পারে
৪. এই যোজনায় বছরে ১২০০০ টাকা ন্যূনতম ইনভেস্ট করতে হবে ৷ অধিকতম ইনভেস্ট করার কোনও সীমা নেই
advertisement
৫. ৪০ থেকে ৮০ বছর বয়সের ব্যক্তিরা এই যোজনায় ইনভেস্ট করতে পারবেন
৬. পলিসি শুরু হওয়ার ছ’মাসের মধ্যে পলিসি হোল্ডার যে কোনও সময় লোন নিতে পারবেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2021 8:16 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC Policy: মাত্র একবার প্রিমিয়াম দিলে সারাজীবন প্রতি মাসে পেয়ে যাবেন ১২০০০ টাকা !