হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর, ১২০ মিনিট বন্ধ থাকবে ডিজিটাল পরিষেবা

SBI Alert! স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর, ১২০ মিনিট বন্ধ থাকবে ডিজিটাল পরিষেবা

দেখে নিন কখন বন্ধ থাকবে পরিষেবা (SBI Alert)?

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ৪৪ কোটি গ্রাহকদের জন্য ব্যাঙ্কের তরফে অ্যালার্ট (SBI Alert)জারি করা হয়েছে ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা ৯,১০, ও ১১ অক্টোবর প্রভাবিত হতে চলেছে ৷ এই তিনদিন বেশ কিছু সময়ের জন্য ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা, Yono, Yono Lite ও UPI পরিষেবা ব্যাহত থাকবে ৷ ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ব্যাঙ্ক ৷ আপনার যদি কোনও গুরুত্বপূর্ণ ডিজিটাল লেনদেন করার থাকে তাহলে আর দেরি না করে শীঘ্রই সেটা সেরে ফেলুন ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/7th-pay-commission-september-2021-salary-of-narendra-modi-government-employees-to-include-da-hra-hike-arn-672008.html

দেখে নিন কখন বন্ধ থাকবে পরিষেবা (SBI Alert)?

এসবিআই ট্যুইট করে জানিয়েছে, ৯ অক্টোবর রাত ১২:২০ থেকে ২:২০ পর্যন্ত এই পরিষেবাগুলি বন্দ থাকবে ৷ ১০ ও ১১ অক্টোবর রাত ১১:২০ থেকে ১:২০ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা ৷ ব্যাঙ্ক তাদের UPI প্ল্যাটফর্ম আপগ্রেড করতে চলেছে ৷ এই সময় গ্রাহকদের ইউপিআই ট্রানজাকশন বন্ধ থাকবে ৷ অর্থাৎ গ্রাহকরা এই সময় কোনওরকমের লেনদেন করতে পারবেন না ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/national/ratan-tatas-big-welcome-back-as-tata-sons-wins-disinvestment-bid-for-rs-180-billion-for-air-india-sale-rc-672007.html

এর আগেও একাধিকবার স্টেট ব্যাঙ্কের পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ...

প্রসঙ্গত, এটা প্রথমবার নয় ৷ এর আগেও সিস্টেম আপগ্রেড করার জন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ বর্তমানে স্টেট ব্যাঙ্কের Yono অ্যাপে প্রায় ৩.৪৫ কোটি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছেন ৷ এই অ্যাপে প্রতিদিন প্রায় ৯০ লক্ষ লগইন হয়ে থাকে ৷ ডিসেম্বর ২০২০ ত্রৈমাসিকে এসবিআই ১৫ লক্ষের বেশি অ্যাকাউন্ট Yono অ্যাপের মাধ্যমে খুলেছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/explained/tips-to-earn-lacs-and-lacs-of-rupees-from-poultry-farm-business-tc-dc-671860.html

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে (SBI Alert), সিস্টেম মেইন্টেনেন্সের কারণে ৯,১০ ও ১১ অক্টোবর ব্যাঙ্কের বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে ৷ এই পরিষেবাগুলির মধ্যে ইন্টারনেট ব্যাঙ্কিং, Yono, Yono Lite ও UPI পরিষেবা সামিল রয়েছে ৷ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে সময় সময়ে আপগ্রেড করতে থাকে সিস্টেম ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: SBI Internet Banking