RBI nod to offline digital transactions: ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে টাকা, প্রত্যন্ত এলাকাতেও এবার ডিজিটাল লেনদেন, জানালো আরবিআই

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্কের তরফে পাইলট প্রকল্পে কার্ড এবং মোবাইল ব্যবহার করে গত বছরের অগাস্ট মাস থেকে ২০০ টাকা পর্যন্ত লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল (RBI nod to offline digital transactions)৷

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস৷
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস৷
#মুম্বাই: ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে টাকা লেনদেনের জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (RBI nod to offline digital transactions)৷ প্রত্যন্ত যে অঞ্চলগুলিতে ইন্টারনেট সংযোগ নেই, সেখানেও ডিজিটাল মোডে লেনদেনর জন্য এই ব্যবস্থা চালু করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)৷
শক্তিকান্ত দাস (Shaktikanta Das) বলেন, 'ইন্টারনেট সংযোগ বিহীন প্রত্যন্ত অঞ্চলগুলিতে ডিজিটাল লেনদেনের জন্য ২০২০ সালের অগাস্ট মাসে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল৷ পাইলট প্রকল্প থেকে ভাল সাড়া মেলার পর অফলাইন মোডে খুচরো লেনদেনের পরিষেবার পরিকাঠমো তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে ডিজিটাল লেনদেনের জন্য নতুন দিগন্ত যেমন খুলে যাবে, সেরকমই ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে৷ '
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে পাইলট প্রকল্পে কার্ড এবং মোবাইল ব্যবহার করে গত বছরের অগাস্ট মাস থেকে ২০০ টাকা পর্যন্ত লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত পাইলট প্রকল্পে ২ লক্ষ ৪১ হাজার ছোটখাটো লেনদেন হয়েছে৷ লেনদেনের মোট পরিমাণ ছিল ১.১৬ কোটি টাকা৷ দেশের বেশ কয়েকটি অংশে তিনটি পাইলট প্রকল্প থেকে ভালো সাড়া পাওয়ার কারণেই এবার দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে পাকাপাকি ভাবে এই পরিষেবা শুরু করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক৷ খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশিত হবে৷
advertisement
পাইলট প্রকল্পে পেমেন্ট সিস্টেম অপারেটরস বা পিএসও ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি ইন্টারনেট সংযোগ ছাড়া আর্থিক লেনদেনের পরিষেবা দিয়ে থাকে৷
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর অবশ্য আশ্বস্ত করেছেন, এই ধরনের লেনদেন যাতে নিরাপদ হয় এবং গ্রাহক স্বার্থ সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করা হবে৷ প্রত্যন্ত এলাকাগুলিতে যেহেতু নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকে না, বা থাকলেও তার মান খুব একটা ভাল হয় না, সেই কারণেই অফলাইন মোডে আর্থিক লেনদেনের উপরে জোর দেওয়া হচ্ছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI nod to offline digital transactions: ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে টাকা, প্রত্যন্ত এলাকাতেও এবার ডিজিটাল লেনদেন, জানালো আরবিআই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement