RBI nod to offline digital transactions: ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে টাকা, প্রত্যন্ত এলাকাতেও এবার ডিজিটাল লেনদেন, জানালো আরবিআই

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্কের তরফে পাইলট প্রকল্পে কার্ড এবং মোবাইল ব্যবহার করে গত বছরের অগাস্ট মাস থেকে ২০০ টাকা পর্যন্ত লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল (RBI nod to offline digital transactions)৷

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস৷
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস৷
#মুম্বাই: ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে টাকা লেনদেনের জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (RBI nod to offline digital transactions)৷ প্রত্যন্ত যে অঞ্চলগুলিতে ইন্টারনেট সংযোগ নেই, সেখানেও ডিজিটাল মোডে লেনদেনর জন্য এই ব্যবস্থা চালু করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)৷
শক্তিকান্ত দাস (Shaktikanta Das) বলেন, 'ইন্টারনেট সংযোগ বিহীন প্রত্যন্ত অঞ্চলগুলিতে ডিজিটাল লেনদেনের জন্য ২০২০ সালের অগাস্ট মাসে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল৷ পাইলট প্রকল্প থেকে ভাল সাড়া মেলার পর অফলাইন মোডে খুচরো লেনদেনের পরিষেবার পরিকাঠমো তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে ডিজিটাল লেনদেনের জন্য নতুন দিগন্ত যেমন খুলে যাবে, সেরকমই ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে৷ '
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে পাইলট প্রকল্পে কার্ড এবং মোবাইল ব্যবহার করে গত বছরের অগাস্ট মাস থেকে ২০০ টাকা পর্যন্ত লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত পাইলট প্রকল্পে ২ লক্ষ ৪১ হাজার ছোটখাটো লেনদেন হয়েছে৷ লেনদেনের মোট পরিমাণ ছিল ১.১৬ কোটি টাকা৷ দেশের বেশ কয়েকটি অংশে তিনটি পাইলট প্রকল্প থেকে ভালো সাড়া পাওয়ার কারণেই এবার দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে পাকাপাকি ভাবে এই পরিষেবা শুরু করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক৷ খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশিত হবে৷
advertisement
পাইলট প্রকল্পে পেমেন্ট সিস্টেম অপারেটরস বা পিএসও ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলি ইন্টারনেট সংযোগ ছাড়া আর্থিক লেনদেনের পরিষেবা দিয়ে থাকে৷
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর অবশ্য আশ্বস্ত করেছেন, এই ধরনের লেনদেন যাতে নিরাপদ হয় এবং গ্রাহক স্বার্থ সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করা হবে৷ প্রত্যন্ত এলাকাগুলিতে যেহেতু নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকে না, বা থাকলেও তার মান খুব একটা ভাল হয় না, সেই কারণেই অফলাইন মোডে আর্থিক লেনদেনের উপরে জোর দেওয়া হচ্ছে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI nod to offline digital transactions: ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে টাকা, প্রত্যন্ত এলাকাতেও এবার ডিজিটাল লেনদেন, জানালো আরবিআই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement