আরও পড়ুনঃ খেতে তেতো কিন্তু গুণের শেষ নেই, গরমে রোজ করলা খেলে শরীরে ‘ম্যাজিক’ হবেই; কী কী উপকার
গত শুক্রবার ভোট গ্রহণ হয়েছিল দিল্লির এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে। প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছিল। চলতি বছর, ৭,৯০৬ জন যোগ্য ভোটারের মধ্যে প্রায় ৫,৫০০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। রবিবার ভোটগণনা হয়। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র নীতীশ কুমার ১,৭০২ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এবিভিপি শিখা স্বরাজ পেয়েছেন ১,৪৩০ ভোট। তৃতীয় স্থানে থাকা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-সমর্থিত তৈয়বা আহমেদ ৯১৮ ভোট পেয়েছেন। ১,১৫০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জিতেছেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন (ডিএসএফ)-এর মনীষা। দ্বিতীয়তে থাকা এবিভিপির প্রার্থী নিতু গৌতম পেয়েছেন ১,১১৬ ভোট।
advertisement
সাধারণ সম্পাদক পদেও জিতেছেন ডিএসএফ-এর প্রার্থী মুনতেহা ফাতিমা। তাঁর ঝুলিতে রয়েছে ১,৫২০ ভোট, যেখানে এবিভিপির কুণাল রাই ১,৪০৬ ভোট পেয়েছেন। প্রায় ৯বছর পর জেএনইউ ছাত্র সংসদের ভোটে খাতা খুলল এবিভিপি। যুগ্ম সম্পাদক পদে জয়ী হন বৈভব মীনা। তিনি পেয়েছেন ১,৫১৮ ভোট। এআইএসএ-র নরেশ কুমার পেয়েছেন ১,৪৩৩ ভোট এবং পিএসএ-র নিগম কুমারী পেয়েছেন ১,২৫৬ ভোট।
আরও পড়ুনঃ ‘এইভাবে’ ব্যবহার করুন কিশমিশ! চুল ঝরবে না একচুলও! বরং হবে ঘন-মজবুত!
চলতি বছরের ভোটে ঐতিহ্যবাহী বাম জোটে ভাঙন বড় প্রভাব ফেলেছে বলে একাংশের ধারণা। AISA এবং DSF একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও, SFI এবং AISF BAPSA এবং PSA এর সাথে একটি পৃথক জোট গঠন করে। ABVP স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।