বেদব্রতর এই অসাধারণ কৃতিত্বের জন্য তাঁর বাড়িতে এদিন পৌছে গিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। ফুলের তোড়া, মিষ্টিমুখ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৌরপতি বলেন, “বেদব্রত আমাদের শহরের অহংকার। তাঁর সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। বেদব্রতর সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
advertisement
পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিভিন্ন কর্মী, নেতৃবৃন্দ এবং বেদব্রতের পরিবারের সদস্যরা। সকলেই তাঁর ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেন। বেদব্রত ঘোষ দুবছর কলকাতার FIIT JEE তে কোচিং নিয়েছে। এরপরে সেখান থেকেই জয়েন্ট এন্ট্রান্স এডভান্স এর উপর প্রস্তুতি শুরু তাঁর। আগামী দিনে আইআইটি-তে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে বলে জানা গিয়েছে। তাঁর এই কৃতিত্ব শুধু পরিবার নয়, গোটা বালুরঘাটের জন্যই গর্বের বিষয়।
সুস্মিতা গোস্বামী